SSC Scam: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় 'অযোগ্য'দের সংখ্যা জানাল এসএসসি! কত জন অযোগ্য? চমকে ওঠা সংখ্যা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
SSC Scam: এই তালিকা সহ ১৪৬১ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করল SSC।
কলকাতা: এসএসসি-তে ২৬০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়। সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল SSC। স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা এসএসসি’র। আর সেই তালিকা অনুযায়ী, চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি ১২১২। এই ১২১২ চাকরির কোনওটাই সুপারিশ করেনি SSC।
এই তালিকা সহ ১২১২ জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করল SSC। অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন এসএসসি’র। তবে, OMR কারচুপি / বিকৃতর কোনও তথ্য দিল না SSC।
আসুন দেখে নেওয়া যাক, সেই তালিকা কী রকম…
advertisement
গ্রুপ সি অযোগ্য ৩৮১
গ্রুপ সি ১৩২ র্যাঙ্ক জাম্প
প্যানেলের বাইরে ২৪৯
advertisement
গ্রুপ ডি অযোগ্য ৬০৮
গ্রুপ ডি র্যাঙ্ক জাম্প ২৩৭
গ্রুপ ডি প্যানেলের বাইরে ৩৭১
নবম-দশম অযোগ্য ১৮৫
নবম-দশম র্যাঙ্ক জাম্প ৭৪
প্যানেলের বাইরে ১১১
একাদশ দ্বাদশ অযোগ্য ৩৮
একাদশ-দ্বাদশ শিক্ষক র্যাঙ্ক জাম্প ২০
একাদশ দ্বাদশ প্যানেলের বাইরে ১৮
এদিকে, এসএসসি-র পাশাপাশি সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদও। প্রসঙ্গত, ওই ২৬ হাজার চাকরির মধ্যে সহকারী শিক্ষক (IX-X) পদে যোগ্য চাকরি ১৩০৫৬। সহকারী শিক্ষক (XI-XII) পদে যোগ্য চাকরি ৫৭৫৭। ক্লার্ক পদে যোগ্য চাকরি ২৪৮৪। গ্রুপ ডি পদে যোগ্য চাকরি ৪৫৪৭।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 2:35 PM IST