SSC: এসএসসি-র ইন্টারভিউতে কত হাজার প্রার্থীকে ডাকা হল! কবে ইন্টারভিউ? এক নজরে সব তথ্য জানুন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SSC: ১৮ নভেম্বর থেকে ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে এসএসসি।
কলকাতা: শনিবার প্রকাশিত হয়েছে এসএসসি-র একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা। শনিবার সন্ধ্যা নাগাদ এই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১০ নম্বর, এই তিনটির ভিত্তিতে মোট প্রাপ্ত নম্বরের নিরিখেই তৈরি হল সংশ্লিষ্ট তালিকা।
advertisement
১৮ নভেম্বর থেকে ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে এসএসসি। অর্থাৎ সংশ্লিষ্ট প্রার্থীদের তরফে যে যে তথ্য আপলোড করা হয়েছিল, সেই তথ্য বা সার্টিফিকেটগুলি সঠিক নাকি, তা যাচাই করবে কমিশন। কেন্দ্রীয়ভাবে এসএসসি-র মূল কার্যালয় থেকে এই ভেরিফিকেশন হবে। ১৫ দিন ধরে চলবে এই ভেরিফিকেশন প্রক্রিয়া।
advertisement
advertisement
ভেরিফিকেশন প্রক্রিয়ার পর শুরু হবে ইন্টারভিউ। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ইন্টারভিউ। বাংলা বিষয় দিয়ে আগামী ১৮ নভেম্বর থেকে ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। প্রায় ২০৫০০ জন প্রার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য।
advertisement
ইন্টারভিউ তালিকায় রয়েছে প্রার্থীদের নাম। তার পাশেই রয়েছে তাঁদের রোল নম্বর। রয়েছে ওএমআর-এর পাতায় অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর। সঙ্গে রয়েছে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর এবং সবশেষে উল্লেখ রয়েছে ৮০-এর মধ্যে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী কত পেলেন সেটাও। মোট ১ হাজার ১৬১ পাতার এই তালিকায় নাম রয়েছে প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীর। বস্তুত, ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই পরের পর্যায়ে পৌঁছেছেন এই ২০ হাজার চাকরিপ্রার্থী। এবার পালা ইন্টারভিউ পর্বের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 16, 2025 10:08 AM IST










