South Dum Dum Bediapara Case: যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, বেদিয়াপাড়াকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
বেদিয়াপাডায় পুড়িয়ে খুনের চেষ্টায় গ্রেফতার মূল অভিযুক্ত সুমন ওরফে বাগান! রঞ্জিত কর্মকারের অভিযোগ, বাগানের নাম বাদ দিতে তাঁকে চাপ দেওয়া হয়! টোপ দেওয়া হয় ৫ হাজার টাকার
কলকাতা: কালীপুজোর দিন দক্ষিণ দমদমে ঘটেছিল হাড়হিম করা ঘটনা। বেদিয়াপাড়ায় বাড়ির সামনে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বুধবার রাত বারোটা নাগাদ হামলা হয়। পুরোনো বিবাদ নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে বচসা। ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে হামলা। অভিযোগ, পিছন থেকে তাঁর গায়ে পেট্রোল ছোড়া হয়। তারপরে আগুন লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ। আর জি কর হাসপাতালে ভরতি আক্রান্ত রঞ্জিত কর্মকার। পুড়ে গিয়েছে শরীরের তিরিশ শতাংশ।
হাসপাতালের বেডে শুয়েই বিস্ফোরক দাবি আক্রান্তর! আক্রান্ত রঞ্জিত কর্মকারের অভিযোগ, মূল অভিযুক্তকে বাঁচাতে তাঁকে টাকার টোপ দেওয়া হয়। বেদিয়াপাডায় পুড়িয়ে খুনের চেষ্টায় গ্রেফতার মূল অভিযুক্ত সুমন ওরফে বাগান! রঞ্জিত কর্মকারের অভিযোগ, বাগানের নাম বাদ দিতে তাঁকে চাপ দেওয়া হয়! টোপ দেওয়া হয় ৫ হাজার টাকার! কাউন্সিলর মৃন্ময়ের দলবলের বিরুদ্ধে হাসপাতালে ঢুকে চাপ দেওয়ার অভিযোগ আক্রান্ত রঞ্জিত কর্মকারের। অবশেষে পুলিশের জালে সেই সুমন বন্দ্যোপাধ্যায়। বেদিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার ২, অধরা ১।
advertisement
advertisement
দক্ষিণ দমদম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তারকনাথ কলোনির ঘটনা। অভিযুক্ত স্থানীয় সুমন এবং সুশান্ত। দু’জনই কাউন্সিলর মৃণ্ময় দাস ঘনিষ্ঠ বলে পরিচিত। এখানেই প্রশ্ন, কেন দগ্ধ রঞ্জিতকে বাঁচাতে কেউ এগিয়ে এলেন না। অভিযুক্তরা কাউন্সিলর ঘনিষ্ঠ বলেই কি ভয়। কাউন্সিলরের মুখে দুর্ঘটনার তত্ত্ব। সবাই মদ্যপ ছিল বলেই পেট্রোল ভরতে গিয়ে আগুন লেগে গিয়েছে বলে দাবি কাউন্সিলরের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 9:30 AM IST

