শ্রীনির বৈঠকে যাচ্ছেন না সৌরভরা
Last Updated:
প্রাক্তন বিসিসিআই সভাপতি এন. শ্রীনিবাসনের নেতৃত্বে এখন যুদ্ধের জন্য প্রস্তুত বোর্ডের বিরোধী শিবির ৷
#নয়াদিল্লি : প্রাক্তন বিসিসিআই সভাপতি এন. শ্রীনিবাসনের নেতৃত্বে এখন যুদ্ধের জন্য প্রস্তুত বোর্ডের বিরোধী শিবির ৷ আজ রবিবারই দিল্লিতে বিশেষ সভা ডেকেছেন শ্রীনিবাসন ৷ সেই সভায় বোর্ডে নবনিযুক্ত পর্যবেক্ষকদের বিরুদ্ধে যুদ্ধে নামা নিয়ে আলোচনা হবে বলে খবর ৷ তবে সিএবি থেকে সরকারিভাবে কেউ এই বৈঠকে যোগ দিচ্ছেন না। সূত্রের খবর, শ্রীনির প্রতিনিধি ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব অভিষেক ডালমিয়া দু’জনকেই। কিন্তু দু’জনেই তাতে ‘না’ বলে দিয়েছেন।
শ্রীনির সভায় আজ অপসারিত বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর থাকবেন কী না, তা এখনও নিশ্চিত নয় ৷ আগে তিনি শ্রীনি বিরোধী বলে পরিচিত হলেও অপসারণের পর এখন অনুরাগও বিরোধী শিবিরেরই একজন সদস্য ৷ তবে দেশের সর্বোচ্চ আদালতকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বিদ্রোহীদের বৈঠকে কি আদৌ নিজেকে জড়াতে চাইবেন অনুরাগ ? তা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2017 10:52 AM IST