পঞ্চায়েত ভোটে মিশন মালদহ, ফেডারেল ফ্রন্ট নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসায় শুভেন্দু

Last Updated:

২০১৬ বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে তৃণমূল একতরফা জিতলেও, মালদহে খাতাই খুলতে পারেনি শাসক দল। আগামী পঞ্চায়েত ভোটে গনি খানের জেলায় লড়াই কঠিন।

#কলকাতা: ২০১৬ বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে তৃণমূল একতরফা জিতলেও, মালদহে খাতাই খুলতে পারেনি শাসক দল। আগামী পঞ্চায়েত ভোটে গনি খানের জেলায় লড়াই কঠিন।
তবে মালদহের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী মনে করেন জেলা পরিষদ দখল অসম্ভব নয়। গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের উত্তোরত্তর ভোটবৃদ্ধিতে শুভেন্দু অধিকারী আশাবাদী এই জেলার সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় থাকবে তৃণমূলের পক্ষে। পাশাপাশি ফেডারেল ফ্রন্ট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শিতার প্রশংসা করেন।
শুভেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, বাকি দেশ কাল সেটা ভাবে ৷ এটা প্রমাণিত সত্য ৷ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বড় বড় নেতারা মমতাকে নেতৃত্ব দেওয়ার কথা বলছেন ৷ রাজ্যে বামফ্রন্ট শেষ হয়ে গিয়েছে ৷ কংগ্রেস কার্যত সাইন বোর্ডে পরিণত হয়েছে ৷ মুখ্যমন্ত্রী নাম, ছবিই যথেষ্ট, পঞ্চায়েত ভোটে কংগ্রেস, সিপিআইএম, বিজেপিকে মুছে সাফ করে দেব৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোটে মিশন মালদহ, ফেডারেল ফ্রন্ট নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসায় শুভেন্দু
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement