#কলকাতা: সৌরভ গাঙ্গুলি বললেই চোখের সামনে ভেসে ওঠে ২২ গজের পিচ৷ ক্রিকেটের হিরো, বাংলার গর্ব সৌরভ, সিএবির দায়িত্বে৷ তবে তিনি যে সর্বগুণ সম্পন্ন তা অনেকেই জানেন৷ বাংলার এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ের তিনি সঞ্চালক৷ এবং নৈপুণ্যের সঙ্গে সে কাজটি করেন৷ তবে তিনি যে অপূর্ব ঢাক বাজান, সেটা কতজন জানতেন? পুজোর সময় তিনি মূলত পাড়ার পূজোতেই থাকেন৷ এবং সেখানেই ঢাক বাজান৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ ঢাকের তালো বোল তুললেন বাংলার মহারাজ৷
আরও পড়ুনস্বামীর সঙ্গে জমাটি মহাষ্টমীর সকালে তারকা সাংসদ নুসরত
আপনাদের জন্য রইল ভিডিও...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।