হোম /খবর /কলকাতা /
'ইস্পাত-কঠিন নারী যাঁর পা সর্বদাই মাটিতে'! সায়নী ভাসলেন 'দিদি'র ভালোবাসায়

Saayoni Ghosh : 'ইস্পাত-কঠিন নারী যাঁর পা সর্বদাই মাটিতে'! সায়নী ভাসলেন 'দিদি'র ভালোবাসায়...

মমতায় মুগ্ধ সায়নী

মমতায় মুগ্ধ সায়নী

Saayoni Ghosh : সোমবার মধ্যরাতে সায়নী ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্টে ধরা পড়ল নেত্রীর প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ও মুগ্ধতা।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে পা রেখেছেন সায়নী ঘোষ। আসানসোলের টিকিট দিয়েছিলেন দিদি ভরসা করে। ভোটে জিততে না পারলেও ভরসা ভাঙেননি একসময় বাম ঘেষা অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। প্রথম দিন থেকেই প্রচারে নজর কেড়েছিলেন 'গো-গেটার' ভাবমূর্তি দিয়েই। কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) লড়াকু মনোভাব চোখ টেনেছিল সায়নীর(Saayoni Ghosh) মধ্যে। তাই শিরোনামে থেকেছেন বরাবর। ভোটে না জিতলেও সেই সায়নীই আজ যুব তৃণমূলের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যের (Mamata Banerjee) ক্যারিশমা যে তাঁকে মুগ্ধ করে একথা আগেও স্বীকার করেছেন প্রকাশ্যে। সোমবার মধ্যরাতে সায়নীর সোশ্যাল মিডিয়া পোস্টে ধরা পড়ল নেত্রীর প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামে আদিবাসী মেয়েদের সঙ্গে মিশে গিয়ে মাদলের তালে তালে ঝুমুর নাচের একটি ভিডিও পোস্ট করে সায়নী লিখলেন, এক ইস্পাত-কঠিন নারী যাঁর মন স্বর্ণের মত উজ্জ্বল, যার চোখ থাকে দিগন্তে কিন্তু পা সবসময় মাটিতে।

উল্লেখ্য, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথম জঙ্গলমহলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Jhargram)। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী (World Indigenous Day) দিবস উপলক্ষে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Adivasi Utsav)। আদিবাসীদের সাবেকি পোশাক পরে তাঁদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় মমতাকে। আদিবাসী বিশিষ্টদের সম্মান জানান মুখ্যমন্ত্রী। আদিবাসীদের সঙ্গে ধামসাও বাজাতে দেখা যায় তাঁকে। ঝুমুরও তুলে নিয়েছিলেন হাতে। এদিন আদিবাসী সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে এক অন্য মমতা ধরা দেন ঝাড়গ্রামে। সেই ছবি-ই নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেন সায়নী।

প্রসঙ্গত, একুশের নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন সায়নী। কিন্তু বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে হেরে যান। তবে লোকসভা ভোটের নিরিখে তুলনায় পিছিয়ে থাকা আসানসোল দক্ষিণ কেন্দ্রে ভাল লড়াই দিয়েছিলেন সায়নী। তাঁর এই লড়াই নজর কাড়ে সর্বভারতীয় স্তরে। হেরে গেলেও যুব তৃণমূলের নয়া সভানেত্রী হয়েছেন সায়নী ঘোষ।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: CM Mamata Banerjee, Saayoni Ghosh