RSS on Bengal BJP: সর্ষের মধ্যে ভূত কারা? বঙ্গ বিজেপি নেতাদের খুঁজে বের করতে বলল আরএসএস
- Published by:Debamoy Ghosh
- Reported by:Susmita Mondal
Last Updated:
বঙ্গ বিজেপির দলীয় কোন্দল নতুন কিছু নয়। নেতাদের দলাদলিতেই রাজ্য বিজেপির সংগঠন দানা বাঁধছে না, এমন অভিযোগ পৌঁছেছে দিল্লিতেও৷
বঙ্গ বিজেপির সর্ষের মধ্যে ভূত খুঁজতে মরিয়া আরএসএস। দলের মধ্যে থেকেই দলের ক্ষতি করতে চাইছে যে দলীয় কর্মীরা, তাদের চিহ্নিত করে দল থেকে বিচ্ছিন্ন করতে হবে। একনিষ্ঠ এবং কর্মঠ কর্মীদের শনাক্ত করে দিতে হবে সংগঠনের দায়িত্ব। শুধু তাই নয়, নতুন পুরনো মিলিয়ে পদ বণ্টন এবং সংগঠনের দায়িত্ব ভাগাভাগি করে কাজ করতে হবে। আরএসএস-এর পক্ষ থেকে বঙ্গ বিজেপিকে এমনই কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিশ্বাসঘাতকতা করছেন যে কর্মী, তাঁদের শনাক্ত করে দল থেকে বহিষ্কার এবং শাস্তির ব্যবস্থা করা নেতৃত্বের দায়িত্ব, বঙ্গ বিজেপি নেতৃত্বকে আরএসএস-এর পক্ষ থেকে এমনই বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ ভুয়ো ভিডিও না তথ্য ছড়িয়ে দলের নেতৃত্বের একাংশের বদনাম করতে চাইছে দলীয় কর্মীদেরই একাংশ। দলের মধ্যে থেকে নেতৃত্বের বিরুদ্ধে কুকথা ছড়িয়ে পক্ষান্তরে শাসকদলের হাত শক্ত করতে চাইছে বিজেপির কর্মীদের মধ্যে কেউ কেউ। আরএসএস-এর পক্ষ থেকে এমনই আশঙ্কা প্রকাশ করে দলীয় কর্মীদের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বকে।
advertisement
দলের বিরুদ্ধে কোনও বিষয় প্রকাশ্যে আসলে তার উৎস কোথায়? তা খুঁজে বার করার পাশাপাশি কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কীভাবে এর প্রকাশ এবং প্রচার হল গোটাটাই খতিয়ে দেখতে হবে রাজ্য নেতৃত্বকে। দলীয় কর্মীদের কেউ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে বহিষ্কার এবং কড়া অবস্থান নিতে হবে, রাজ্য বিজেপি কে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আরএসএস-এর পক্ষ থেকে।
advertisement
advertisement
বঙ্গ বিজেপির দলীয় কোন্দল নতুন কিছু নয়। নেতাদের দলাদলিতেই রাজ্য বিজেপির সংগঠন দানা বাঁধছে না, এমন অভিযোগ পৌঁছেছে দিল্লিতেও৷ যার ফল ভুগতে হয়েছে নির্বাচনে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে কোনওভাবেই যাতে সাধারণ মানুষের কাছে রাজ্য বিজেপির ভাবমূর্তি নষ্ট না হয়, সে কারণে আগেভাগেই সতর্ক হওয়ার পরামর্শ দিল আরএসএস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 9:32 PM IST