#RisingBengal: ‘এই সরকার চমকে ধমকে অনুষ্ঠান বাতিল করায়’, শিকাগো সফর নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর
Last Updated:
#কলকাতা: শিকাগো সফর বাতিল নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিউজ18 বাংলা আয়োজিত রাইজিং বেঙ্গল 2018-এর অনুষ্ঠান মঞ্চ থেকেও শুক্রবার ফের সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সরাসরি মোদি সরকারের বিরুদ্ধে ‘ধমকে, চমকে’ সফর বাতিল করার অভিযোগ তুললেন তিনি ৷
স্বামী বিবেকানন্দের শিকাগো-বক্তৃ্তা। তার ১২৫ বছর পূর্তি উপলক্ষে শিকাগোয় আমন্ত্রণ জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কিন্তু, কোনও অজ্ঞাত কারণে তা বাতিল করে দেওয়া হয়। ঘটনায় প্রবল ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷ চেপে রাখতে পারেননি ক্ষোভ ৷ বেলুড় মঠের পর এদিনও ফের রাইজিংয়ের মঞ্চেও ক্ষোভের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ নাম না করে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, ‘শিকাগো থেকে স্বামীজির বক্তৃতার ১২৫তম বর্ষপূর্তি ৷ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় আমাকে ৷ ওঁদের চমকানো হয়েছে ৷ অনুষ্ঠানটাই বাতিল করে দিল ৷ হুমকি দিয়ে অনুষ্ঠানটি বাতিল করা হল ৷’
advertisement
আরও পড়ুন
advertisement
এখানেই শেষ নয়, গেরুয়া শিবিরের উপরও আরও একবার প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তোলেন ৷ তাঁর অভিযোগ, ‘আরএসএস ধর্মীয় জঙ্গি সংগঠন ৷’ মুখ্যমন্ত্রী বলেন, ‘ভয় দেখাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হল ৷ বদনাম করে সুদীপকে গ্রেফতার করা হল ৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2018 9:15 PM IST