Bikash Ranjan Bhattacharya: ‘বিজেপি আর তৃণমূলে কোনও পার্থক্য নেই’, I.N.D.I.A জোট প্রসঙ্গে স্পষ্ট কথা বিকাশরঞ্জনের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Bikash Ranjan Bhattacharya: কেন সিপিআইএম জোটের সমন্বয়কারী কমিটিতে নেই, সে কথা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি৷
কলকাতা: ইন্ডিয়া জোটের সমন্বয়কারী কমিটিতে থাকছে না সিপিআইএম৷ আর তাই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে৷ আর আজ সেই পরিস্থিতি নিয়েই মুখ খুললেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ বিজেপি ও তৃণমূলকে কার্যত এক মুদ্রার এপিঠ-ওপিঠ বলেও আক্রমণ করলেন তিনি৷ ফলে কেন সিপিআইএম জোটের সমন্বয়কারী কমিটিতে নেই, সে কথা আরও একবার বুঝিয়ে দিলেন৷
তিনি বললেন, ‘‘বিজেপি ও তৃণমূলের মধ্যে প্রাথমিক ভাবে কোনও পার্থক্য নেই৷ পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোথাও কোনও উপস্থিতিও নেই৷ এখানে (পশ্চিমবঙ্গে) তৃণমূল কংগ্রেস বিজেপির বিভিন্ন নীতিকেই অনুসরণ করে চলেছে৷ সেই কারণে, আমাদের যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয়, তা হলে তৃণমূলের বিরুদ্ধেও লড়াই করতে হবে৷’’
#WATCH | West Bengal: CPI(M) Rajya Sabha MP, Bikash Ranjan Bhattacharya says, “…We think there is no fundamental difference between BJP and TMC and TMC doesn’t have any existence beyond West Bengal. Here (in Bengal), the Trinamool Congress is pursuing the policies of the BJP.… pic.twitter.com/Ekk5jaqHwJ
— ANI (@ANI) September 18, 2023
advertisement
advertisement
তিনি আরও যুক্ত করেন, ‘‘এটা পরিস্কার, আমরা পশ্চিমবঙ্গে সবসময় কংগ্রেসের সঙ্গে জোট তৈরি করার চেষ্টা করেছি৷ আমরা এটা এখনও চেষ্টা করে যাব৷ আমরা আশা করব, কংগ্রেস বাম দলগুলির সঙ্গে জোট তৈরি করবে এবং বাম ও কংগ্রেস একসঙ্গে লড়াই করবে৷ তবে আমি কেরলের পরিস্থিতি সম্পর্কে খুব স্পষ্ট করে কিছু বলতে পারব না৷ তবে আমাদের প্রধান লক্ষ্য হল যাতে বিজেপি আর দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় না আসতে পারে৷’’
advertisement
ইন্ডিয়া জোটের সমন্বয়কারী কমিটির মিটিংয়ে উপস্থিত ছিল না সিপিআইএম৷ তখন থেকেই এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়৷ তার পর সিপিআইএমের পলিটব্যুরোর মিটিংয়ে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷
সেখানেই ঠিক হয়, জোট বা যৌথ কর্মসূচিতে থাকলেও এই সমন্বয়কারী কমিটিতে থাকবে না সিপিআইএম৷ সূত্রের খবর, এক দিকে যেমন বাংলার লবি তৃণমূলের সঙ্গে একসঙ্গে বেশি ঘনিষ্ঠতা বজায় রাখতে চায়নি, তেমনই কেরল লবিও কংগ্রেসের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব রাখতেই চেয়েছে৷ সব মিলিয়ে জোটের অঙ্কে কিছু সাবধানী পদক্ষেপ করতে চাইছে সিপিএম৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 8:37 PM IST