#হাওড়া: হাওড়া এখন কার্যত বিজেপির দখলে। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডাল্মিয়া, রথীন চক্রবর্তী শনিবার বিজেপিতে যোগ দিয়েছেন। তারপরেই আজ ডুমুরজলা স্টেডিয়ামে হতে চলেছে মেগা যোগদান মেলা। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অনুপস্থিতিতে সভার মূল বক্তা নব্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও অন্যান্য নেতাদের বক্তব্য রাখার কথা। রবিবাসরীয় সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সশরীরে উপস্থিত না থাকলেও আজ অমিত শাহ থাকবেন বাংলাতেই। তাই বিশাল এলইডি পর্দা লাগানো হয়েছে মঞ্চে। সেখানেই ভেসে উঠবে শাহের মুখ। ভার্চুয়ালি সভায় উপস্থিত সমর্থকদের উজ্জীবিত করতে বক্তব্য রাখবেন তিনি।
ডুমুরজলার সভা ঘরে রবিবার সকাল থেকেই সেজে উঠেছে হাওড়া। স্টেডিয়াম-সহ গোটা হাওড়া চেয়ে গিয়েছে গেরুয়া পতাকায়। স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। জেলা বিজেপি নেতৃত্বের তরফে জানা গিয়েছে, এ দিন ডুমুরজলা স্টেডিয়ামের মঞ্চে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা হাওড়ার যুব তৃনমূলের জেলা সভাপতি অরূপ রায় ঘনিষ্ঠ অনুপম ঘোষ, হাওড়া পুরসভার মেয়র পারিষদ বানী সিংহরায়। অরূপ রায়ের প্রাক্তন আপ্ত সহায়কেরও বিজেপি যোগের সম্ভাবনা। এ ছাড়াও হাওড়া পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলরের যোগদানের সম্ভাবনা রয়েছে। রুদ্রনীলের পরে বেশ কয়েকজন চলচ্চিত্র জগতের পরিচিত মুখের বিজেপিতে যোগ দেওয়ার কথা আজই। তবে সেই তালিকায় কারা কারা রয়েছেন, সে বিষয়ে খোলসা করতে চাননি কেউই।
উল্লেখ্য, অমিত শাহের কলকাতার সভায় যোগদানের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয় শাহের বাংলা সফর। তারপরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অনুরোধে বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি উড়ে যান সদ্য তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ পাঁচ নেতা। সন্ধ্যায় অমিত শাহের বাসভবনে বিজেপিতে যোগদান করেন তাঁরা। চার্টার্ড বিমানে জায়গা না হওয়ায় অন্য বিমানে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। এরপর রাতেই কলকাতা ফিরে আসেন সকলে।
শনিবার বিজেপি যোগদানের পর ১ ঘণ্টা ১০ মিনিটের ম্যারাথন বৈঠকে বঙ্গের পাঁচ নব্য নেতাকে ভোকাল টনিক দেন শাহ। সেখানে 'যেভাবেই হোক বাংলা চাই'...এটাই ছিল মূল মন্ত্র। এ দিন কলকাতা ফিরে এসে পাঁচ নেতার দাবি, তাঁরা 'চার্জড আপ'। বাংলার মানুষের উন্নয়নে কেন্দ্রের সহায়তায় আরও জোশের সঙ্গে কাজ করবেন তাঁরা। তবে শনিবার শহরে ফেরেনি রুদ্রনীল। রবিবার সকালের বিমানে কলকাতায় ফিরেছেন তিনি। এরপর ডুমুরজলার সভায় যোগ দেবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rajib Banerjee