Rajanya Haldar: যাদবপুরে ঘাঁটি শক্ত করতে রাজন্যাতেই আস্থা মমতার, এবার বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের দায়িত্ব সোনারপুরের মেয়ের কাঁধে

Last Updated:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সভাপতি হলেন রাজন্যা হালদার ৷  সঞ্জীব প্রামাণিককে ইউনিটের চেয়ারপার্সন করল তৃণমূল ৷

যাদবপুরে বিরাট দায়িত্বে রাজন্যা।
যাদবপুরে বিরাট দায়িত্বে রাজন্যা।
কলকাতা: নজর কেড়েছিলেন একুশের মঞ্চে। তাঁর ঝাঁঝালো স্লোগানে অবাক হয়েছিলেন অনেকেই। এবারের শহিদ দিবসে অনেকেরই নজর পড়েছিল দৃপ্তকণ্ঠের এই তরুণীর দিকে। যাদবপুর কাণ্ড নিয়ে যখন তোলপাড় বাংলা, তখন বিশ্ববিদ্যালয় আক্রান্তও হন তিনি। এবার তাঁর কাঁধেই এল বড় দায়িত্ব।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সভাপতি হলেন রাজন্যা হালদার ৷  সঞ্জীব প্রামাণিককে ইউনিটের চেয়ারপার্সন করল তৃণমূল ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ইউনিট ঘোষণা করে তৃণমূল ছাত্র পরিষদ। সেখানেই বিরাট দায়িত্বে দক্ষিণ ২৪ পরগনায় টিএমসিপি-র সহ-সভাপতি রাজন্যা হালদার।
প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল  যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুরে এআইডিএসও ও টিএমসিপির  পড়ুয়াদের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়। যা গড়ায় হাতাহাতিতে। তীব্র উত্তেজনার সৃষ্টি হয় অরবিন্দ ভবনের সামনে। সংঘর্ষের মধ্যে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন রাজন্যা হালদার। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অসুস্থ হয়ে পড়েন বামদের বেশ কিছু কর্মীও।
advertisement
তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে তুমুল বচসা শুরু হয়  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।  তাদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ টিএমসিপির। এমনকী তৃণমূলের ছাত্র সংগঠনের সমর্থকদের মহিলা সদস্যদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। একুশের মঞ্চে নজরকাড়া ছাত্রনেত্রী রাজন্যা হালদারের সঙ্গেও অশালীন আচরণ করা হয়েছে বলে অভিযোগ। বচসার জেরে তাঁর আঘাতও লাগে। যদিও বাম সংগঠনগুলি এই অভিযোগ অস্বীকার করেছে।
advertisement
advertisement
দলীয় সূত্রে খবর, যাদবপুরে কীভাবে ইউনিট তৈরি করা যায়, তা নিয়ে আলোচনা হয়। এর পরেই শুক্রবার রাতে রাজন্যা ও সঞ্জীবের কথা ঘোষণা করলেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। রাজন্যার কাঁধে এত বড় দায়িত্ব দেওয়াকে বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ পড়ুয়া মৃত্যুতে বাড়ছে ক্ষোভ! যাদবপুরের ছাত্রীদের সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণ, অভিযোগ দায়ের
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় আরও তিনজনকে৷ ধৃতদের মধ্যে দু’জন প্রাক্তনী এবং একজন বর্তমান ছাত্র রয়েছে বলে জানা গিয়েছে৷  ধৃতের সংখ্যা বেড়ে হল ১২৷
advertisement
গত ৯ অগাস্ট রাত ১২টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে বিবস্ত্র, রক্তাক্ত অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করা হয়৷ তিন দিন আগেই সে বাংলা বিভাগের স্নাতক স্তরে ভর্তি হয়েছিল৷ ঘটনার পরের দিন ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷ গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটির রিপোর্টে ইতিমধ্যেই ব়্যাগিং তত্ত্ব উঠে এসেছে৷ বিবস্ত্র অবস্থাতেই যে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছিল, তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajanya Haldar: যাদবপুরে ঘাঁটি শক্ত করতে রাজন্যাতেই আস্থা মমতার, এবার বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের দায়িত্ব সোনারপুরের মেয়ের কাঁধে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement