#কলকাতা: শূন্যপদে নিয়োগ, নতুন রেল দিতে হবে, রেলের বিভিন্ন প্রকল্প চালু রাখা সহ ১২ দফা দাবিতে রাজ্যজুড়ে ডিওয়াইএফআইয়ের রেল অবরোধ। সিপিএমের যুব সংগঠনের অবরোধের জেরে বিভিন্ন জায়গায় ব্যাহত রেল পরিষেবা।
কাঁচরাপাড়া, বজবজ, সিউড়ি, বোলপুর, ঝাড়গ্রাম, নদিয়ার পায়রাডাঙা, মালদহ, নিউ কোচবিহার-সহ একাধিক জায়গায় অবরোধ কর্মসূচি। যার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন।
শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। এদিকে, ডিওয়াইএফআইয়ের অবরোধ কর্মসূচি ঘিরে বিক্ষিপ্ত অশান্তি দেখা দেয়। সিউড়িতে অবরোধ ওঠাতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে পালটা লাঠিচার্জের অভিযোগ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: DYFI, Rail Blocked