পুজোতে বাসি খাবার বিক্রি করলেই কড়া দাওয়াই !
Last Updated:
পুজোর ক’দিন কোথাও বাসি খাওয়ার বিক্রি করতে দেখলেই সেই দোকানের মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুরসভার কর্মীরা ৷
#কলকাতা: পুজোর পাঁচটা দিন শুধুই আনন্দ ৷ এই ক’দিন যা খুশি তাই করা যায় ৷ খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও একই বিষয়টাই খাটে ৷ অর্থাৎ রাস্তার ধারের দোকান থেকে চপ, চাউমিন, রোল থেকে শুরু করে বড় রেস্তোরাঁয় খাওয়া সবই চলে ৷ সারা বছর যারা স্ট্রিট ফুড এড়িয়ে চলেন, পুজোর সময় তারাও সেখান থেকে খেতে দু’বার ভাবেন না ৷ তাই এই বাঁধনহারা উৎসব অনেকসময়েই সমস্যায় ফেলে ৷ কারণ পুজো শেষেই শুরু হয় পেটের গোলমাল ৷ কিন্তু এসবের সঙ্গেই আছে আবার নিম্নমানের খাওয়ার পরিবেশন বা বাসি খাবার বিক্রির মতো ঘটনা ৷ যা দমন করতে এবার কড়া হাতে নেমে পড়েছে কলকাতা পুরসভা ৷
পুজোর ক’দিন কোথাও বাসি খাওয়ার বিক্রি করতে দেখলেই সেই দোকানের মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুরসভার কর্মীরা ৷ পুজোর ক’দিন আচমকাই হানা দেবেন পুরসভার ভেজাল দমন শাখার অফিসারেরা। বৃহস্পতিবার, পঞ্চমী থেকেই সেই হানাদারির কাজ শুরু হয়ে গিয়েছে। এ দিন উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তার দুপাশে থাকা সব ধরনের খাবারের দোকান ও রেস্তোরাঁয় কয়েক ঘণ্টা ধরে অভিযান চালায় পুরসভার দল। যার ফল হাতেনাতে পাওয়া গিয়েছে বলেও কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ৷ ২০০৬ সালের দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুসারে খাবারের গুণমান ঠিক না থাকলে তা ওই আইনের ৫০ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়। এর জন্য দোকান-মালিককে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আর কোনও নিম্নমানের খাবার খাওয়ার ফলে কারও মৃত্যু ঘটলে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2016 1:57 PM IST