Primary TET Scam: প্রাথমিক TET দুর্নীতিতে নিজাম প্যালেসে মানিক 'ঘনিষ্ঠ'! আজ থেকে শুরু সিবিআই জেরা

Last Updated:

Primary TET Scam: প্রাইমারি TET দুর্নীতিতে ১০০ কোটি টাকা মিলেছে। তার মধ্যে ১০ কোটি টাকা মানিক ও মানিক ঘনিষ্ঠর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার তাই প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআই নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করল তাপস মণ্ডলকে।

টেট দুর্নীতি তদন্তে সিবিআই
টেট দুর্নীতি তদন্তে সিবিআই
#কলকাতা : প্রাথমিক টেট মামলায় ইডির পর এবার সিবিআই তৎপরতা। এই প্রথম বার সিবিআই তাপস মণ্ডলকে তলব করে জিজ্ঞাসাবাদ করল নিজাম প্যালেসে। তাপসের বয়ান রেকর্ড করা হচ্ছে। তাঁকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন তাপস মণ্ডল নিজাম প্যালেসে ঢোকার সময় জানান, "তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে টেট দুর্নীতি মামলায়। তিনি সহযোগিতা করবেন।"
সিবিআই সূত্রে খবর, তাঁর থেকে জানতে চাওয়া হয়, মানিক ঘনিষ্ঠ তাপসের ভূমিকা কী ছিল?মহিষবাথানে অফিস থেকে কী ভাবে লেনদেন? অফলাইন রেজিস্ট্রেশন জন্য টাকা নেওয়া লেনদেন ও ভর্তি বিষয়ে মানিকের ভূমিকা. সেই বিষয়ে তাপস মণ্ডল কত খানি অবগত? সূত্রের খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন নিয়ে জিজ্ঞাসা করা হয় তাপসকে। কোটি কোটি টাকা লেনদেন কী ভাবে? এর আগে ইডি মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে  ইডি সিজিও কমপ্লেক্সে ৫ বার তলব করে জিজ্ঞাসাবাদ করে। ইডির চার্জসিটে তাপস মণ্ডলের নাম ছিল। মানিকের সঙ্গে তাপসের  যোগসাজস কী ছিল? অফ লাইন  টাকা নিয়ে স্টুডেন্টদের ভর্তি থেকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
advertisement
advertisement
এর আগে ইডি মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুজন  অ্যাকাউন্টেন্টকে বা হিসাব রক্ষককে তলব করেছিল ইডি। ২০২১ সালে ১০ নভেম্বর তলব করা হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কতজন প্রাথী ডিএলএডে অফ লাইনে রেজিস্ট্রেশন করেছিল তার লিস্টও ২১ কোটি টাকার হিসাব তাপস মণ্ডলের থেকে নেয় ইডি। ইডি সূত্রে খবর, একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয় তাপস মণ্ডলের। তাঁর দুই হিসাব রক্ষককে তলব করে ইডি। কীভাবে লেনদেন কোটি কোটি টাকা? এদিন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি।
advertisement
ইডি সূত্রে খবর, ডি এলএড-এর রেজিস্ট্রেশন  অফলাইন কারা কতজন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করিয়েছিলেন তার লিস্ট, ও যাবতীয় নথি তাপশ মণ্ডলের থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে  ইডি। ইডি সূত্রে খবর,  ২০১৮- ২০, ২০১৯-২১, ২০২০-২২  ডি এলএডে কারা অফ লাইনে রেজিস্ট্রেশন করেছিলেন এই তিনটে সেশনে সেই লিস্ট খতিয়ে দেখে ইডি। যাঁরা অফ লাইন রেজিস্ট্রেশন করেছিলেন তাঁরাই কি চাকরি পেয়েছিলেন? সেই বিষয়ে তদন্ত করে দেখতে চায় ইডি। কারণ প্রায় ৬০০ কলেজ রয়েছে। যেখানকার বহু স্টুডেন্ট  অফলাইন  রেজিস্ট্রেশন করেছিল। স্টুডেন্ট প্রতি ৫০০০ টাকা অফ লাইনে নিয়ে মানিক ও মানিকের ঘনিষ্ঠদের একাধিক অ্যাকাউন্টয়ে যেত বলে অভিযোগ।
advertisement
ইডি সূত্রে খবর, তাপস মণ্ডল ওই কলেজগুলির  এসোসিয়েশন সেক্রেটারি। ইডির দাবি, মানিক ভট্টাচাৰ্যর স্ত্রী ও মৃত্যুঞ্জয় চক্রবর্তী জয়েন্ট অ্যাকাউন্ট মিলেছে।  যেখানে ৩ কোটি মিলেছে। ২০১৬-তে মৃত্যুঞ্জয় মারা যান। তা সত্ত্বেও কি করে সিঙ্গেল একাউন্ট না করে জয়েন্ট একাউন্ট এখনও চালাচ্ছেন? এই টাকাও কি তাহলে  শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা? ইডির দাবি তেমনটাই। মানিকের বাড়ি থেকে যে দুটি সিডি পাওয়া গিয়েছিল তার মধ্যে একটি সিডিতে  ৪০০০ ক্যান্ডিডেট লিস্ট ছিল। তাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন ছিল। এর মধ্যে ২৫০০জনের  চাকরি পেয়েছে।
advertisement
ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন থেকে যে লিস্ট পাওয়া গিয়েছে সেখানে ২৫০০ নাম আছে বলে দাবি ইডির। কিভাবে চাকরি পেল?তা খতিয়ে দেখছে ইডি  এখনও পর্যন্ত ১০ কোটি টাকা হদিস পেয়েছে ইডি মানিক ও মানিকের আত্মীয়ের ব্যাংক একাউন্ট থেকে। এই গোটা দুর্নীতিতে ১০০ কোটি টাকা মিলেছে। তার মধ্যে ১০ কোটি টাকা মানিক ও মানিকের ঘনিষ্ঠর ব্যাঙ্ক অ্যাকাউন্টয়ে। এবার তাই প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআই নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করল তাপস মণ্ডলকে।
advertisement
অর্পিতা হাজরা
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET Scam: প্রাথমিক TET দুর্নীতিতে নিজাম প্যালেসে মানিক 'ঘনিষ্ঠ'! আজ থেকে শুরু সিবিআই জেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement