মান খুইয়ে বোধোদয় প্রাথমিক শিক্ষা পর্ষদের, ১৭৫ টেট উত্তীর্ণের ফল ঘোষণা ওয়েবসাইটে

Last Updated:

কাল আদালত অবমাননার মামলার শুনানি হোয়ার কথা। মামলার শুনানি বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চে। তাই মান বাঁচাতে আজই ফল প্রকাশ পর্ষদের।

#কলকাতা:শেষ পর্যন্ত মান খুইয়ে বোধদয় প্রাথমিক শিক্ষা পর্ষদের। অবশেষে ১৭৫ টেট উত্তীর্ণের তালিকা প্রকাশ ওয়েবসাইটে। ৬ টি প্রশ্ন ভুল ছিল শিক্ষক নিয়োগের পরীক্ষায়। ৬ প্রশ্ন ভুল মামলায় রায় দেয় হাইকোর্ট। যে ওই ৬ ভুল প্রশ্নের উত্তর দিলেই নম্বর দিতে হবে। রায় দানের এক বছর পর পুনর্মূল্যায়ন পর্ষদের। কিন্তু এক বছর কেটে গেলো কোনও লাভ হয়নি। কাল আদালত অবমাননার মামলার শুনানি হোয়ার কথা। মামলার শুনানি বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চে। তাই মান বাঁচাতে আজই ফল প্রকাশ পর্ষদের।
ঠিক কী হয়েছিল সেই সময়। শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নভুল ! মাসুল হিসাবে ৬ভুল প্রশ্নের জন‍্য ৬ নম্বর দিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এক বছর আগেই নির্দেশ দেয় হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের সেই রায় বহাল থাকে ডিভিশন বেঞ্চেও। প্রাথমিক টেট প্রশ্ন ভুল মামলায় পর্ষদের কাজে ক্ষুব্ধ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ৷ তিনি প্রশ্ন তোলেন, এর আগে হাইকোর্টের ৩ অক্টোবরের নির্দেশ কেন অমান্য করেছে পর্ষদ? এইসব প্রশ্নের উত্তর জানতেই প্রাথমিক শিক্ষা সচিবকে তলব করেছিল কলকাতা হাইকোর্ট।
advertisement
২০১৫ সালের প্রাথমিক টেট। পরীক্ষার্থীদের অভিযোগ, বাংলার ৫টি এবং সাইকোলজিতে একটি প্রশ্ন ভুল ছিল। এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক হাজারের বেশি পরীক্ষার্থী। ২০১৮ সালের ৩ অক্টোবর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ‍্যায় নির্দেশ দেন, ভুল প্রশ্নে পুরো নম্বর দিতে হবে পরীক্ষার্থীদের ৷ তার নিরিখে তাদের নিয়োগ প্রক্রিয়াতেও সামিল করতে হবে ৷
advertisement
advertisement
মামলাকারীদের দাবি, বছর ঘুরতে চললেও না পাচ্ছিলেন নম্বর, না নিয়োগের জন্য ডাক। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ‍্য। সেখান থেকে সুপ্রিম কোর্টেও যায় মামলা। সুপ্রিম কোর্ট মামলা ফিরিয়ে দেয় হাইকোর্টে। হাইকোর্টে বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী ও হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিলেন, সিঙ্গল বেঞ্চের নির্দেশে প্রাথমিকভাবে কোনও খুঁত নেই ৷ তাই নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেবে না ডিভিশন বেঞ্চ ৷ মামলাকারীদের বেশিরভাগই প্রশিক্ষণপ্রাপ্ত। ৬ নম্বর দেওয়ার পাশাপাশি নিয়োগে অগ্রাধিকারও পাবেন তাঁরা। তবে এবার মান বাঁচাতে আগেই ফল প্রকাশ করল শিক্ষা পর্ষদ।
advertisement
77cfe902-dc06-4c59-963a-b7d8c6ce2166
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মান খুইয়ে বোধোদয় প্রাথমিক শিক্ষা পর্ষদের, ১৭৫ টেট উত্তীর্ণের ফল ঘোষণা ওয়েবসাইটে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement