Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনায় অস্বচ্ছতার অভিযোগ! রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Pradhan Mantri Awas Yojana: মগরাহাটের ঘটনায় ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের।
কলকাতা: ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ? এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মগরাহাটের ঘটনায় ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের।
মগরাহাটের ১ নং ব্লকের উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতে ২০১৩-২৩ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারচুপির অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েত প্রধান বাড়ি বানানোর টাকার অপব্যবহার করেছেন বলে অভিযোগে সানোয়ার হোসেন লস্কর নামে স্থানীয় ব্যাক্তি জনস্বার্থ মামলা করেন হাইকোর্টে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পঞ্চায়েত প্রধান ভুয়ো নথির মাধ্যমে নয়-ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
মামলাকারীর তরফে আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আদালতে জানান, নিয়ম অনুয়ায়ী আবাস যোজনার অর্থ ব্যায়ের সময় যে নাগরিক ওই প্রকল্পের সুবিধা ভোগ করছেন তাঁর ছবি-সহ ওই বাড়ির ছবি দিতে হয়। নথি অনুযায়ী দেখা যায় জাহানারা বিবির বয়স ৭২ বছর। অথচ সেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ের ছবি। আর তাতেই স্পষ্ট প্রকল্প নিয়ে স্বজন পোষণের। এমনটাই অভিযোগ তোলা হয়েছে।
advertisement
এখানেই শেষ নয়, ওয়েবসাইটের দেওয়া তথ্যে আরও দেখা যাচ্ছে সেরিনা বিবি নামের এক মহিলার নামে ২৯টি শৌচাগার বানানোর টাকা দেওয়া হয়েছে। মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে তদন্ত করে ৬ সপ্তাহ পরে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 01, 2024 3:28 PM IST










