Prachi Cinema Hall : সাবেকিয়ানার আমেজে নতুন রূপে আবার যাত্রা শুরু করল সত্তরোর্ধ্ব প্রাচী প্রেক্ষাগৃহ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতার সিঙ্গলস্ক্রিন প্রেক্ষাগৃহের গত কিছু বছরের চেনা ছবিট পাল্টে দিল ‘প্রাচী’ (Prachi Cinema Hall)
কলকাতা : একে একে নিভিছে দেউটি-কলকাতার সিঙ্গলস্ক্রিন প্রেক্ষাগৃহের গত কিছু বছরের চেনা ছবিট পাল্টে দিল ‘প্রাচী’ (Prachi Cinema Hall) ৷ মধ্য কলকাতায় শিয়ালদা স্টেশনের কাছে আইকনিক এই প্রেক্ষাগৃহ নতুন জীবন লাভ করল ৷ নতুন রূপে ধরা দিল সত্তরোর্ধ্ব এই প্রেক্ষাগৃহ ৷
শত প্রতিকূলতাতেও ‘প্রাচী’ বন্ধ করবেন না ৷ বিক্রিও করবেন না৷ বদ্ধ পরিকর ছিলেন কর্ণধার বিদিশা বসু ৷ কথা রেখেছেন তিনি ৷ মাল্টিপ্লেক্সের দাপটের মাঝে প্রাচী স্বমহিমায় থাকল নিজের জায়গাতেই ৷
ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রাচী ৷ তার উপর অতিমারি তো ছিলই ৷ দর্শকশূন্য দ্বিতীয় তরঙ্গের লকডাউনেই প্রাচী প্রেক্ষাগৃহ সংস্কার করা হয় ৷ পুজোর আগেই খুলে গেল হলের দরজা ৷
advertisement
advertisement
১৯৪৮ সালে, এক বছর বয়সি স্বাধীন ভারতে প্রাচী যাত্রা শুরু করেছিল ৷ বিদিশার ঠাকুরদা জিতেন্দ্র বসুর হাত ধরে ৷ একাধিক মাইলফলক ছবির মুক্তির সাক্ষী এই প্রেক্ষাগৃহকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী সাজে সাজালেন জিতেন্দ্রর উত্তরসূরি, বিদিশা ৷
নতুন প্রাচী-র সিঁড়িতে লাল গালিচা ৷ আসনে আরামদায়ক গদি ৷ প্রতি আসনে প্রেক্ষাগৃহের ছাপ ৷ আধুনিকতার মোড়কে নতুন রূপের প্রাচী শীতাতপ নিয়ন্ত্রিত ৷
advertisement
‘মুখোশ’ ও ‘বেলবটম’ নিয়ে নতুন উড়ান শুরু করল প্রাচী ৷ পরের সপ্তাহে যোগ হবে ‘চেহরে’ ৷ কোভিডবিধি মেনে আপাতত দৈনিক চারটি শো প্রদর্শিত হবে ৷ ছবি প্রদর্শনের সময় সকাল ১১.৩০, দুপুর ২, বিকেল ৪.৩০ এবং সন্ধ্যা ৬.৪৫ ৷ তবে প্রতি সপ্তাহে এই সময় পরিবর্তন হবে ৷ বাংলায় ছাপানো টিকিট যে প্রেক্ষাগৃহের বৈশিষ্ট্য ছিল, সেখানে এখন মোবাইলেই অনলাইন টিকিট দেখিয়ে ঢুকতে পারবেন দর্শকরা ৷
advertisement
প্রাচী-র নতুন যাত্রায় উচ্ছ্বসিত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ প্রেক্ষাগৃহের নতুন রূপের ছবি শেয়ার করে তিনি ধন্যবাদ জানিয়েছেন বিদিশা বসুকে ৷ প্রাচী-তে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন শিবপ্রসাদ ৷
সাত দশকের প্রাচীন এই বৈগ্রাহিক প্রেক্ষাগৃহ সাবেকিয়ানার আমেজ বজায় রেখেই সেজেছে নব কলেবরে ৷ সিঙ্গলস্ক্রিনের মরা গাঙে জোয়ার আনল প্রাচী, মনে করছেন চলচ্চিত্রপ্রেমী তথা নেটিজেনরা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
August 24, 2021 9:13 PM IST