#কলকাতা: বিজেপি নেতা রাকেশ সিং-এর বাড়িতে হানা দিল পুলিশ৷ কোকেন কাণ্ডের তদন্তের সূত্রেই বিজেপি নেতার বাড়িতে হানা দিয়েছে পুলিশ৷ প্রথমে রাকেশ সিং-এর পরিবারের সদস্যরা বাড়িতে ঢুকতে বাধা দিলেও পরে বাড়ির ভিতরে ঢোকে পুলিশ৷
কয়েকদিন আগেই আলিপুর থেকে কোকেন সহ বিজেপি নেত্রী পামেলা গোস্বামী এবং তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ৷ আদালতে তোলার সময় পামেলা রাকেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন পামেলা৷ রাকেশ মাদক পাচারের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেন তিনি৷ জেরাতেও পামেলা রাকেশের নাম করেছেন বলে সূত্রের খবর৷ পাল্টা রাকেশ সিং অভিযোগ করেন, মিথ্যে কথা বলছেন পামেলা৷
পামেলার অভিযোগের ভিত্তিতে রাকেশকে ডেকে পাঠায় কলকাতা পুলিশ৷ এ দিন হাজিরা দেওয়ার কথা থাকলেও তা দেননি বিজেপি নেতা৷ বরং আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি৷ যদিও সেই আর্জি খারিজ করে দেয় আদালত৷ এর পর থেকেই গা ঢাকা দেন বিজেপি নেতা৷ এ দিন দুপুরে হাইকোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে খোঁজ নেই তাঁর৷ সূত্রের খবর, এ দিনই দিল্লি যাওয়ার কথা ছিল রাকেশ সিং-এর৷ কিন্তু বিমানের টিকিটও বাতিল করে দেন তিনি৷
এর পরই এ দিন বিকেলের দিকে ওয়াটগঞ্জে রাকেশ সিং-এর বাড়িতে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ প্রথমে রাকেশ সিং-এর ছেলে পুলিশকে বাধা দেয়৷ সে অভিযোগ করে, তাঁদের আশঙ্কা তল্লাশির নামে পুলিশ রাকেশ সিং-কে ফাঁসানোর চেষ্টা করতে পারে৷ যদিও পুলিশ সেই আপত্তি শুনতে চায়নি৷ রাকেশ সিং-এর ছেলে জানায়, পুলিশের তল্লাশির সময় তারাও ভিডিওগ্রাফি করবে৷ এতে অবশ্য আপত্তি ককরেনি পুলিশ৷ যদিও রাকেশ সিং বর্তমানে কোথায় আছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ তার মোবাইলও সুইচড অফ৷
দীর্ঘ দিন কংগ্রেসে থাকা রাকেশ সিং সম্প্রতি বিজেপি-তে যোগ দেন৷ অতীতেও ভাঙচুর সহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ এবার মাদক পাচারে নাম জড়াল তাঁর৷
Shanku Santraনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Kolkata Police, Rakesh Singh