Suvendu Adhikari Tiranga Yatra: পুলিশ রাষ্ট্রবিরোধী! তিরঙ্গা যাত্রায় পুলিশি বাধার বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

Last Updated:

BJP Har Ghar Tiranga: শুভেন্দু অধিকারী বলেন, “ভারতের পতাকা হাতে নিয়ে যাত্রা আর মুখে ‘ভারত মাতা কি জয়’- এ রাজ্যে কি এখন এই দু’টোই নিষিদ্ধ?”

BJP Suvendu Adhikari Tiranga Yatra
BJP Suvendu Adhikari Tiranga Yatra
#হাওড়া: তিরঙ্গা যাত্রায় পদে পদে পুলিশি বাধার মুখে শুভেন্দু অধিকারী। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১৬ অগাস্ট পুলিশি বাধা প্রসঙ্গে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু। গতকাল নন্দীগ্রামে তিরঙ্গা যাত্রার সময় পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। এদিনও পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় পুলিশি বাধার সম্মুখীন হতে হয় শুভেন্দুকে। যদিও শনিবার হাওড়াতে শুভেন্দুর তিরঙ্গা যাত্রা বিনা বাধাতেই সম্পন্ন হয়। হাওড়ায় তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে পুলিশের বিরুদ্ধে শুভেন্দুর গুরুতর অভিযোগ, জাতীয় পতাকার অবমাননার পাশাপাশি রাষ্ট্রবিরোধী পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
নন্দীগ্রামে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের ডিজি সহ রাজ্যের তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখে নালিশ জানান শুভেন্দু৷ শুভেন্দু চিঠিতে লিখেছেন, প্রধানমন্ত্রী ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরে ঘরে জাতীয় পতাকা লাগানোর আহ্বান জানিয়েছেন৷ সেই কর্মসূচির প্রচারেই এ দিন নন্দীগ্রামে মিছিল বের করেন তিনি৷ স্বেচ্ছায় বহু মানুষ ওই মিছিলে যোগ দেন৷ মিছিলে কোনও রাজনৈতিক পতাকা ছিল না, রাজনৈতিক স্লোগানও দেওয়া হয়নি৷ তা সত্ত্বেও অনুমতি না থাকার অজুহাতে পুলিশ এসে মিছিল বন্ধ করে দেয় বলে অভিযোগ৷
advertisement
advertisement
যে তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে শুভেন্দু অভিযোগ করেছেন, তাঁদের মধ্যে ডিজি মনোজ মালব্য ছাড়াও রয়েছেন পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথ কে এবং হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা এন পান্ডে৷ তিন আইপিএস অফিসারই জাতীয় পতাকার প্রতি অসম্মান করেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা৷ তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন শুভেন্দু৷
advertisement
শুভেন্দু অধিকারী বলেন, “ভারতের পতাকা হাতে নিয়ে যাত্রা আর মুখে ‘ভারত মাতা কি জয়’- এ রাজ্যে কি এখন এই দু’টোই নিষিদ্ধ?” শুভেন্দু অধিকারীর অভিযোগ, জেলা পুলিশ সুপারের নির্দেশে মিছিলে বাধা দিয়েছেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার৷ আর জেলা পুলিশ সুপারকে দিয়ে মিছিল বন্ধ করিয়েছেন রাজ্য পুলিশের ডিজি৷ যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari Tiranga Yatra: পুলিশ রাষ্ট্রবিরোধী! তিরঙ্গা যাত্রায় পুলিশি বাধার বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement