উলটোডাঙায় পুলিশকর্মীকে বাস থেকে নামিয়ে বেধড়ক মার যাত্রীর
Last Updated:
#উলটোডাঙা: উলটোডাঙায় পুলিশকর্মীকে মারধর ! পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৪ বাসযাত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, হাওড়া থেকে বাসে ওঠেন পুলিশকর্মী অশোক দাস। বাসে ভীড় থাকায় অজ্ঞানতাবসত এক যাত্রীর গায়ে তাঁর পা লাগে। সেই ঘটনা থেকে বচসার সূত্রপাত। অশোকবাবু নাকী ইচ্ছাকৃতভাবে তাঁর গায়ে পা লাগিয়েছেন, এমনটাই দাবি করেন ওই যাত্রী। ঝগড়া ক্রমশই বাড়তে থাকে! ক্রমে তা মারাত্মক আকার নেয়। ৪জন যাত্রী অশোক দাসকে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। মাথা ফেটে যায় তাঁর। পুলিশ ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
এর আগে নিউটাউন এলাকায় পুলিশকে মারধর করেছিলেন এক বাসচালক। দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষি চলতে থাকলে, নিউটাউনে একটি বাস আটকায় পুলিশ। কিন্তু, বাস থেকে নেমে ১ পুলিশকর্মীকে চড় মারেন বাসচালক। এখানেই শেষ নয়, ২ সিভিক ভলান্টিয়ারকে মারেন ধাক্কাও ! চলতে থাকে অকথ্য গালিগালাজ। পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করে। যদিও চালক অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন।
advertisement
অন্য ভিডিও দেখুন--ফণীর তাণ্ডবে তছনছ গোটা এলাকা, তুমুল ঝড়ে নাজেহাল অবস্থা
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2019 9:35 PM IST