হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ, ইডির নজরে সাসপেন্ডেড পিএফ কমিশনার

Last Updated:

হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ। সাসপেন্ডেড পিএফ কমিশনার রমেশচন্দ্র সিংয়ের বাড়ি ও অফিস-সহ মোট ছ'জায়গায় তল্লাশি চালাল ইডি।

#কলকাতা: হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ। সাসপেন্ডেড পিএফ কমিশনার রমেশচন্দ্র সিংয়ের বাড়ি ও অফিস-সহ মোট ছ'জায়গায় তল্লাশি চালাল ইডি। ঘুষ নিয়ে চিটফান্ড সংস্থার কর্মীদের পিএফ জমা না করার অভিযোগে নাম জড়ায় পিএফ কমিশনারের। ঘুষকাণ্ডে ধৃত এক পিএফ কর্মীর থেকে জেরায় পিএফ কমিশনারের নাম উঠে আসে।
সারদা ও রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড সংস্থার কর্মীদের পিএফ কাটা হলেও জমা না দেওয়ার অভিযোগ ওঠে সংস্থাগুলির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্মীরা। সারদা ও রোজভ্যালি-সহ চিটফান্ড দুর্নীতির তদন্তের সময় এই ঘটনাগুলিও প্রকাশ্যে আসে। ঘুষকান্ডে পিএফ অফিসের এক কর্মীকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁকে জেরা করে জানা যায়,
advertisement
advertisement
- রমেশচন্দ্র সিং সংস্থাগুলির থেকে ঘুষ নিয়েছেন
- ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি
- সংস্থাগুলি পিএফের টাকা জমা না দিয়েও ছাড় পেয়েছে
এই অভিযোগে আগেই সাসপেন্ড হন ওই পিএফ কমিশনার রমেশচন্দ্র সিং। বৃহস্পতিবার ইডি হিসেব বহির্ভূত সম্পত্তির হদিশ পেতে তল্লাশি চালায় মোট ছ'টি জায়গায়। তবে কোনও বাড়িতেই পিএফ কমিশনারকে পাওয়া যায়নি।
advertisement
রমেশচন্দ্র সিংয়ের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারেরও অভিযোগ উঠেছে। তাঁর সমস্ত হিসেব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি। কোন কোন সংস্থার থেকে তিনি কী কী সুবিধা নিয়েছেন তাও খতিয়ে দেখা হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ, ইডির নজরে সাসপেন্ডেড পিএফ কমিশনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement