• Home
  • »
  • News
  • »
  • kolkata
  • »
  • আনলক ১: শহরের সমস্ত রাস্তায় দখল নিচ্ছে বাইক

আনলক ১: শহরের সমস্ত রাস্তায় দখল নিচ্ছে বাইক

অফিসের জন্য দুর্ভোগ এড়াতে রাস্তায় বাইক নিয়ে অনেকেই। শহরের রাস্তায় বাইক দেখে অনেকেই কার্যত অবাক।

অফিসের জন্য দুর্ভোগ এড়াতে রাস্তায় বাইক নিয়ে অনেকেই। শহরের রাস্তায় বাইক দেখে অনেকেই কার্যত অবাক।

অফিসের জন্য দুর্ভোগ এড়াতে রাস্তায় বাইক নিয়ে অনেকেই। শহরের রাস্তায় বাইক দেখে অনেকেই কার্যত অবাক।

  • Share this:

#কলকাতা: অফিস যেতে সময় লাগে প্রচুর, এক ঘণ্টার যাতায়াত এখন করতে হচ্ছে তিন ঘণ্টায়। বাসে বা অটোয় যাতায়াতের খরচ এমনও কম নয়। এবার গণপরিবহন নয়, নিজের বাইক নিয়ে সওয়ার শহর ও শহরতলির অফিস যাত্রীরা। অফিসের জন্য দুর্ভোগ এড়াতে রাস্তায় বাইক নিয়ে অনেকেই। শহরের রাস্তায় বাইক দেখে অনেকেই কার্যত অবাক। সকাল খেকে বিকাল পর্যন্ত যে সংখ্যায় বাইকের দেখা মিলত না শহরে, আনলক ১ এর তৃতীয় দিনে দেখা মিলল বাইকের।

সল্টলেকের সেক্টর ৫ এ দেখা মিলল দেবাশীষ চক্রবর্তী নামে এক তথ্যপ্রযুক্তি কর্মীর। খড়দহের বাসিন্দা আসেন ট্রেন করেই, আনলক ১এ উনি ট্রেন না পেয়ে স্কুটারেই আসেন। জানালেন কলকাতার রাস্তায় গাড়ি চালানোর অভ্যাস নেই, একটু ভয় হলেও অভ্যাস হয়ে যাচ্ছে। একই সমস্যায় পড়েছেন বালিগঞ্জের বাসিন্দা সায়ন চক্রবর্তী। বুধবার সকালে রাজারহাটের তথ্যপ্রযুক্তি অফিস থেকে ফোনে জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার থেকে হাজিরা দিতেই হবে। যে যান ছিল অবসরের সঙ্গী, বুধবার সেই বাইটিকে নিয়ে সোজা চলে গেলেন সার্ভিস করাতে। বললেন যে গাড়ি নিয়ে অফিস যাবার কথা ভাবিনি কোনওদিন বৃহস্পতিবার থেকে ওটাই একমাত্র সম্বল।

যুগ্ম কমিশনার সন্তোষ পান্ডে জানান, শহরের আগের তুলনায় বাইক অনেক বেড়ে গিয়েছে। শহরের সবচেয়ে বেশি বাইক দেখা যাচ্ছে বাইপাসে। অফিস শুরু ও শেষের সময়ই শহরের রাজপথে কার্যত দখল নিচ্ছে এই দুই চাকার যান ৷

Published by:Dolon Chattopadhyay
First published: