সঙ্গী বই, দুপুরে বিশেষ মেনু, পার্থ চট্টোপাধ্যায়ের স্বাধীনতা দিবস কাটল সেলের ভিতরেই
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Partha Chatterjee in Independence Day: সোমবার জেলের কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকা তো দূরের কথা, তাঁর সারাদিন কাটল সেলের অন্তরালেই ।
কলকাতা : প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এখন আপাতত ঠিকানা প্রেসিডেন্সি জেলের সেল । বিগত বছরগুলো স্বাধীনতা দিবসে তিনি কাটিয়েছিলেন হাজারো ব্যস্ততার মধ্যে । সোমবার স্বাধীনতা দিবসে স্বভাবতই সম্পূর্ণ অন্য ছবি তাঁকে ঘিরে ৷
সোমবার প্রেসিডেন্সি জেলের সেল থেকে বাইরে বেরলেন না ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়। সোমবার জেলের কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকা তো দূরের কথা, তাঁর সারাদিন কাটল সেলের অন্তরালেই । স্বাধীনতা দিবস উপলক্ষে জেলের পতাকা উত্তোলন থেকে অন্যান্য অনুষ্ঠান সব হলেও সেলের মধ্যেই নিজেকে নিজের মতো রাখলেন বলে সূত্রের খবর ।
advertisement
প্রতিদিন নানা মেনু নিয়ে তৈরি হয় বন্দিদের খাবারের তালিকা ৷ কোনও দিন মাছ, কোনও দিন মাংস, কোনও দিন সোয়াবিন-সহ একাধিক আয়োজন থাকে ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার ছিল বিশেষ মেনুর আয়োজন ৷ এদিন বিশেষ মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু পটলের তরকারি, অন্যান্য সব্জির তরকারি, সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের কালিয়া, কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে চাটনি, রসগোল্লা ও বোঁদে।
advertisement
advertisement
আরও পড়ুন : সংশোধনাগারে গেলেন মালা রায়, শশী পাঁজা! বাইরে এলেন না পার্থ
প্রেসিডেন্সি সংশোধনাগারে সোমবার মোট আবাসিক সংখ্যা ছিল ২,৫৬৯ জন ৷ বাকিদের মতোই মধ্যাহ্নভোজের বিশেষ মেনু খেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সূত্রের খবর অন্য দিনের মতোই তিনি নিজের সঙ্গে সেলে সারাদিন সময় কাটালেন বই পড়ে ।
advertisement
আরও পড়ুন : ‘নেতাজির চিতাভস্ম এ বার ভারতের মাটিতে ফিরে আসুক’, আর্জি সুভাষকন্যা অনিতা বসু পাফের
জেল সূত্রের খবর, এমনিতেই পার্থের দিন কাটছে মূলত বই পড়ে আর সেল-এর বাইরে দিনের বেলা খানিকটা ঘোরাঘুরি করে । যদিও সোমবার সকাল থেকেই অন্য মেজাজে ছিল প্রেসিডেন্সি জেল ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক কারণে ব্যস্ততাও ছিল বেশি । সূত্রের খবর সোমবার বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল তাঁর সেলের বাইরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2022 11:16 PM IST