‘‘এখন তো তবু টেট হচ্ছে, বাম আমলে তো পার্টি অফিস থেকেই তালিকা তৈরি হত ’’ : পার্থ

Last Updated:

বিরোধীদের সমালোচনার জবাব নিজের কায়দাতেই দিয়েছেন শিক্ষামন্ত্রী ৷

#কলকাতা: হাইকোর্টের দায়ের হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি উচ্চ প্রাথমিকে টেটের খাতা পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে আদালত ৷ উচ্চ-প্রাথমিকের বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও ৷ বিরোধীদের সমালোচনার জবাব নিজের কায়দাতেই দিয়েছেন শিক্ষামন্ত্রী ৷ পার্থবাবু এদিন বলেন, ‘‘ উচ্চ প্রাথমিক নিয়ে সবমিলিয়ে ১৮ টা মামলা রয়েছে ৷ আপনাদেরই প্রাক্তন মেয়রের লোকেরাই বিভিন্ন মামলা করেছেন ৷ আমরা বলছি আসুন কথা বলি ৷ এখন তো তবু টেট পরীক্ষা হয় ৷ আপনাদের সময় তো পার্টি অফিস থেকেই চাকরি কারা পাবে, সেই তালিকা তৈরি হত ৷ ’’
পুরুলিয়ার টেট পরীক্ষার্থী অপর্ণা মাহাতোর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজীব শর্মা সোমবার স্কুল সার্ভিস কমিশনকে ১৫ দিনের মধ্যে খাতা পুনর্মূল্যায়ন ও খাতা দেখানোর নির্দেশ দিয়েছে ৷ তবে এই নির্দেশ শুধু মাত্র মামলাকারী অপর্ণা মাহাতোর ক্ষেত্রেই প্রযোজ্য ৷ অর্থাৎ কমিশনকে আগামী ১৫ দিনের মধ্যে পুরুলিয়ার এই টেট পরীক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করতে হবে ও খাতাটি পরীক্ষার্থীকে দেখাতে হবে ৷
advertisement
বহু আইনি বাধা পেরিয়ে গত বছর ১৪ সেপ্টেম্বর উচ্চ প্রাথমিক টেটের ফল ঘোষণা করে স্কুল সার্ভিস কমিশন ৷ কিন্তু তার পরেও একের পর আইনি মামলায় জড়িয়ে পড়লেও থেমে থাকেনি নিয়োগ ৷ কোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের ঘোষণা মতো, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে কমিশন ৷
advertisement
গত ২৩ সেপ্টেম্বর রাজ্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট অর্থাৎ http://www.westbengalssc.com -এ সাইটে প্রকাশিত হয় ৷ বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ তারিখ থেকে অনলাইনে উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণদের আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘এখন তো তবু টেট হচ্ছে, বাম আমলে তো পার্টি অফিস থেকেই তালিকা তৈরি হত ’’ : পার্থ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement