Park Street Hotel: পার্ক স্ট্রিটের হোটেলের ঘরে কী এমন ছিল! যুবক খুনে হাড়হিম তথ্য পুলিশের হাতে, বিছানার চাদর ঘিরে বড় রহস্য

Last Updated:

Park Street Hotel: চুরি করা সামগ্রী ভিন রাজ‍্যের দুষ্কৃতীদের কাছে বিক্রি করে দিতেন রাহুল।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতা: কথায় আছে চোরের উপর বাটপারি। পার্ক স্ট্রিটের হোটেলে রাহুল লালের খুনের ঘটনার তদন্তে চোরের উপরে চোরের চালাকির ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা পার্ক স্ট্রিট থানা সূত্রে দাবি, পার্ক স্ট্রিট এলাকায় অতীতে একাধিক চুরি ও প্রতারণার ঘটনায় অভিযুক্ত হিসেবে রাহুলকে গ্রেফতার করা হয়েছিল
advertisement
চুরি করা সামগ্রী ভিন রাজ‍্যের দুষ্কৃতীদের কাছে বিক্রি করে দিতেন রাহুলবিনিময়ে মোটা টাকার মুনাফা পেতেন। পুলিশ মনে করছে, এবারও চুরি করা মূল্যবান সামগ্রী বিক্রি করার নেশাতেই খুন হয়েছেন রাহুল চুরি করা কোনও মূল্যবান সামগ্রী বিক্রি করার উদ্দেশ্যে ওই দিন বিকেলে দুই রিসিভারের (হোটেলে যাঁরা রাহুলের ঙ্গে গিয়েছিলেন) ঙ্গে দেখা করেছিলেন রাহুল
advertisement
advertisement
মূল‍্যবান জিনিস নিয়েই দুই অভিযুক্তের ঙ্গে হোটেলে যান রাহুল পুলিশের আশঙ্কা, হোটেলের ঘরে সামগ্রীর হাতবদলের আগে ঝামেলার সূত্রপাত মদ‍্যপ অবস্থায় থাকার কারণে সেই ঝামেলা থেকে হাতাহাতি, তারপর খুন হয়েছেন রাহুল। এমনই মনে করছেন তদন্তকারীরা এরপর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুই সঙ্গী। অতীতেও চুরির জিনিস রাহুল বিক্রি করেছে, এই তথ্য হাতে পেয়েছে তদন্তকারীরা
advertisement
পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের জন্যই বিছানার চাদর সঙ্গে নিয়ে পালিয়েছে মৃত যুবকের দুই সঙ্গী৷ পুলিশ আরও জানতে পেরেছে, রাহুলের দাদার পরিচয়পত্র দিয়ে ওই হোটেলের ঘর বুক করা হয়েছিল৷ বর্তমানে রাহুলের দাদা ওড়িশায় রয়েছেন৷ শুক্রবার পার্ক স্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের তিন তলার ঘরের ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়বক্স খাটের ভিতরে ওই যুবকের মৃতদেহ লুকিয়ে রাখা ছিল৷ পচা গন্ধ বেরনোর পর মৃতদেহের খোঁজ মেলে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Street Hotel: পার্ক স্ট্রিটের হোটেলের ঘরে কী এমন ছিল! যুবক খুনে হাড়হিম তথ্য পুলিশের হাতে, বিছানার চাদর ঘিরে বড় রহস্য
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement