#কলকাতা: ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার আরও এক। অস্ত্রপাচারকারী গণেশ পাসোয়ানকে বরাকর থেকে গ্রেফতার করে এসটিএফ।
আরও পড়ুন: একক আধিপত্য় বজায় রেখে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের
গতকাল তাকে বিহারের আদালতে তোলা হয়। ধৃতকে ট্রানজিট রিমান্ডে চেয়ে আবেদন করে এসটিএফ। ধৃতকে আজ ব্যঙ্কশাল আদালতে পেশ। মূল পাণ্ডা অজয় পণ্ডিতের সঙ্গে যোগাযোগ ছিল গণেশ পাসোয়ানের। মাওবাদীদের কাছে অস্ত্র পৌঁছে দিত গণেশ। তদন্তে এমনটাই জানতে পেরেছে এসটিএফ।
৭ইমে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে অস্ত্র পাচারের অভিযোগে ছজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। এদের মধ্যে দুজন জন রাইফেল ফ্যাক্টরির আধিকারিক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।