আদিগঙ্গার দূষণ জাতীয় সমস্যা, মানল জাতীয় পরিবেশ আদালত
Last Updated:
আদিগঙ্গার দূষণ জাতীয় সমস্যা বলে মনে করছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। নদীর পুনরুজ্জীবন নিয়ে কেন্দ্রের ভাবনা কি
#কলকাতা: আদিগঙ্গার দূষণ জাতীয় সমস্যা বলে মনে করছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। নদীর পুনরুজ্জীবন নিয়ে কেন্দ্রের ভাবনা কি, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট তিন দফতরকে নোটিসও জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, আদিগঙ্গার ওপরের অংশ মজে গেলেও, এখনও নীচে বইছে স্রোত।
নামেই আদিগঙ্গা, আসলে ভাসমান ডাস্টবিন। শহরের বিরাট অংশের ময়লা বুকে নিয়ে কার্যত থেমেই গিয়েছে ওই নদী। আদিগঙ্গার পুনরুজ্জীবনে বড়সড় পদক্ষেপ জাতীয় পরিবেশ আদালতের। ওই দূষণ জাতীয় সমস্যা বলে জানাল জাতীয় পরিবেশ আদালত।
জাতীয় সমস্যা আদিগঙ্গার দূষণ
advertisement
- মতামত জানতে নোটিস দেওয়া হয়েছে কেন্দ্রের ৩ দফতরকে
advertisement
- নোটিস জারি হয়েছে ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুভেনেশন ও এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দফতরকে
- জানতে চাওয়া হয়েছে ওই ৩ দফতরের ভাবনা
- আদিগঙ্গার পুনরুদ্ধার কীভাবে সম্ভব, তাও জানতে চাওয়া হয়েছে
advertisement
সোমবার আদিগঙ্গার বর্তমান পরিস্থিতি তুলে ধরতে একাধিক ছবি পেশ করেন আদালত বান্ধব সুভাষ দত্ত। এনিয়ে কিছু নির্দেশও দিয়েছে জাতীয় পরিবেশ আদালত।
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ
- আদিগঙ্গার দু’দিক নিয়মিত সাফাই করবে পুরসভা
- নোংরা ফেললে জরিমানা করার নির্দেশ
নদী বিশেষজ্ঞদের মত, কোনও নদীর ওপরের অংশ শুকিয়ে গেলেই, তার খাত মজে যায় না। নদীর নীচেও জলধারা বইতে থাকে। সেকারণেই আদিগঙ্গা নিয়ে এখনও আশা রয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2016 11:52 AM IST
