Truck Strike: ট্রাক ধর্মঘট উঠলেও পাম্পে তেলের অভাব কমছে না, এখনও আশঙ্কায় রাজ্যবাসী
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Truck Strike: খবর মিলেছে, বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে ধর্মঘট চলছে৷
কলকাতা: ট্রাক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তাতেও তেলের সংকট এখনই মিটছে না রাজ্যজুড়ে৷ অন্তত তেমনই পরিস্থিতি দেখা গেল বুধবার৷ জানা গিয়েছে, ধর্মঘট প্রত্যাহার করার পরেও বিভিন্ন জেলার প্রান্তে দাঁড়িয়ে আছে৷ তার মধ্যে রয়েছে অনেক তেলের ট্যাঙ্কার৷ ফলে পেট্রোল পাম্পগুলি এখনও খালিই রয়েছে৷ ফলে আজও সারাদিন সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ৷
খবর মিলেছে, বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে ধর্মঘট চলছে৷ তার ফলে তেলের ট্যাঙ্কার বিভিন্ন পাম্পগুলিতে পৌঁছতে পারছে না৷ তার জন্য এখনও পর্যন্ত তেল শূন্য হয়ে পড়েছে বিভিন্ন পাম্প৷ যে জেলাগুলিতে এই সমস্যা রয়েছে, সেগুলি হল মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-এই জেলাগুলিতে৷ তেল সংস্থাগুলির সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করে রেখেছেন বিভিন্ন পাম্পের সংগঠনের মানুষেরা৷
advertisement
advertisement
পাম্প সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক টুলটুল সেন বলেছেন, ‘আমরা কথা বলছি৷ আশা করছি আজকের মধ্যে সমস্যা মিটবে৷ গত কাল ধর্মঘট প্রত্যাহার করার কথা বলা হলেও এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করতে পারা যায়নি৷ পাম্প তেলশূন্য হয়েই রয়েছে৷ যতক্ষণ পর্যন্ত না এই সমস্যা মিটছে, ততক্ষণ এই সমস্যা চলবে৷ ’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 1:10 PM IST