Truck Strike: ট্রাক ধর্মঘট উঠলেও পাম্পে তেলের অভাব কমছে না, এখনও আশঙ্কায় রাজ্যবাসী

Last Updated:

Truck Strike: খবর মিলেছে, বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে ধর্মঘট চলছে৷

ফাইল ছবি৷
ফাইল ছবি৷
কলকাতা: ট্রাক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তাতেও তেলের সংকট এখনই মিটছে না রাজ্যজুড়ে৷ অন্তত তেমনই পরিস্থিতি দেখা গেল বুধবার৷ জানা গিয়েছে, ধর্মঘট প্রত্যাহার করার পরেও বিভিন্ন জেলার প্রান্তে দাঁড়িয়ে আছে৷ তার মধ্যে রয়েছে অনেক তেলের ট্যাঙ্কার৷ ফলে পেট্রোল পাম্পগুলি এখনও খালিই রয়েছে৷ ফলে আজও সারাদিন সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ৷
খবর মিলেছে, বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে ধর্মঘট চলছে৷ তার ফলে তেলের ট্যাঙ্কার বিভিন্ন পাম্পগুলিতে পৌঁছতে পারছে না৷ তার জন্য এখনও পর্যন্ত তেল শূন্য হয়ে পড়েছে বিভিন্ন পাম্প৷ যে জেলাগুলিতে এই সমস্যা রয়েছে, সেগুলি হল মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-এই জেলাগুলিতে৷ তেল সংস্থাগুলির সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করে রেখেছেন বিভিন্ন পাম্পের সংগঠনের মানুষেরা৷
advertisement
advertisement
পাম্প সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক টুলটুল সেন বলেছেন, ‘আমরা কথা বলছি৷ আশা করছি আজকের মধ্যে সমস্যা মিটবে৷ গত কাল ধর্মঘট প্রত্যাহার করার কথা বলা হলেও এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করতে পারা যায়নি৷ পাম্প তেলশূন্য হয়েই রয়েছে৷ যতক্ষণ পর্যন্ত না এই সমস্যা মিটছে, ততক্ষণ এই সমস্যা চলবে৷ ’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Truck Strike: ট্রাক ধর্মঘট উঠলেও পাম্পে তেলের অভাব কমছে না, এখনও আশঙ্কায় রাজ্যবাসী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement