শহর কলকাতার ‘করোনা’ স্বস্তি, হাসপাতালে ভর্তি চিনা নাগরিকের রক্তে নেই মারণ ভাইরাস

Last Updated:

বেলেঘাটা আইডি’তে এক চিনা নাগরিক ভরতি হওয়ার পরই শহর জুড়ে আশঙ্কা ছিল। রোগীর যাবতীয় পরীক্ষার পর স্বস্তির খবর এল।

#কলকাতা: করোনা সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডি’তে ভরতি হন চিনা নাগরিক। তারপর থেকেই আশঙ্কায় ছিল শহর কলকাতা। কলকাতাতেও কী এবার হানা দিল করোনা ভাইরাস? রোগীর রক্তপরীক্ষার পর চিকিৎসকরা জানালেন, ওই মহিলা করোনা আক্রান্ত নন।
চিনা নাগরিকের মাধ্যমেও কলকাতাতেও কী ঢুকে পড়ল করোনা ভাইরাস? বেলেঘাটা আইডি’তে এক চিনা নাগরিক ভরতি হওয়ার পরই শহর জুড়ে আশঙ্কা ছিল। রোগীর যাবতীয় পরীক্ষার পর স্বস্তির খবর এল। চিকিৎসকরা জানালেন, রক্তের নমুনায ওই মারণ ভাইরাস পাওযা যায়নি ৷
জো হুয়ামিন নামের চিনা পর্যটক গত ২৪ তারিখ কলকাতায় আসেন। পরে সর্দি, কাশি নিয়ে এক বেসরকারি হাসপাতালে ভরতি হন। পরে তাঁকে বেলেঘাটা আইডি’তে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। করোনার মোকাবিলায় প্রস্তুতি নিয়ে সোমবার বেলেঘাটা আইডি’র সুপারের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
advertisement
advertisement
সোমবার বেলেঘাটা আইডিতে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাও। কলকাতা বিমানবন্দরেও যাবতীয় প্রস্তুতি রাখা হচ্ছে। এখানে স্ক্রিনিংয়ে কাউকে চিহ্নিত করা হলে সোজা বেলেঘাটা আইডি’তে আনা হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহর কলকাতার ‘করোনা’ স্বস্তি, হাসপাতালে ভর্তি চিনা নাগরিকের রক্তে নেই মারণ ভাইরাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement