#কলকাতা: সস্তার তিন অবস্থা। ১০০ টাকার জিনিস ২০ টাকায় কিনলে যা হয়, তাই হয়েছে। বরাত পেতে সুতোর মানে আপস করছেন ডিস্ট্রিবিউটাররা। কম দামে নিম্নমানের সুতো যাচ্ছে সরকারি হাসপাতালগুলিতে। নিউজ 18 বাংলার প্রতিনিধির কাছে খোলসা করলেন ওষুধ দোকানের কর্মী।সর্বনেশে সুতোয় তুঙ্গে বিতর্ক। ৩ দিনের মধ্যে দুই সদ্যোজাতের মৃত্যুতে কাঠগড়ায় নীলরতন সরকার মেডিক্যাল। দু’টি ক্ষেত্রেই হাসপাতালের বিরুদ্ধে নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ। বিভিন্ন ছোট-বড় ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে উঠছে অভিযোগ।সস্তার তিন অবস্থা- সোমবার নিউজ 18 বাংলার প্রতিনিধি ক্রেতা সেজে CATGUT কিনতে যান মেডিক্যাল কলেজের সামনে একটি ওষুধের দোকানে।