News18 Bangla Exclusive: সুতো নিয়ে আপস, NRS-এ কম দামী সুতোর কারণেই বিপত্তি !

Last Updated:

৩ দিনের মধ্যে দুই সদ্যোজাতের মৃত্যুতে কাঠগড়ায় নীলরতন সরকার মেডিক্যাল।

#কলকাতা: সস্তার তিন অবস্থা। ১০০ টাকার জিনিস ২০ টাকায় কিনলে যা হয়, তাই হয়েছে। বরাত পেতে সুতোর মানে আপস করছেন ডিস্ট্রিবিউটাররা। কম দামে নিম্নমানের সুতো যাচ্ছে সরকারি হাসপাতালগুলিতে। নিউজ 18 বাংলার প্রতিনিধির কাছে খোলসা করলেন ওষুধ দোকানের কর্মী।
সর্বনেশে সুতোয় তুঙ্গে বিতর্ক। ৩ দিনের মধ্যে দুই সদ্যোজাতের মৃত্যুতে কাঠগড়ায় নীলরতন সরকার মেডিক্যাল। দু’টি ক্ষেত্রেই হাসপাতালের বিরুদ্ধে নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ। বিভিন্ন ছোট-বড় ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে উঠছে অভিযোগ।
সস্তার তিন অবস্থা- সোমবার নিউজ 18 বাংলার প্রতিনিধি ক্রেতা সেজে CATGUT কিনতে যান মেডিক্যাল কলেজের সামনে একটি ওষুধের দোকানে।
advertisement
একটি CATGUT- র দাম একশো ছিয়াশি টাকা।
advertisement
দোকানদারের কথায় উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য।
অভিযোগ, হাসপাতালের চাপে বরাত পেতে সুতোর মানে আপোস করছেন ডিস্ট্রিবিউটাররা।
-কম দামে কোটেশন দেন ডিস্ট্রিবিউটাররা
-টেন্ডারে সবচেয়ে কম দামের সুতো
-বরাত পেয়ে কম দামে প্রোডাকশন করিয়ে আলাদা ব্যাচ নম্বর দিয়ে সরবরাহ
-কম দামের সুতো যোগানেই বিপত্তি ঘটছে
একদিকে ব্যবসা । অন্যদিকে অপস। দুই’র মাঝে সুতোয় ঝুলছে শিশুদের জীবন। যদিও এ কথা মানতে নারাজ এনআরএসের চিকিৎসকরা।
advertisement
ওষুধ থেকে সার্জিক্যাল। ছাড় নেই কোনও কিছুতেই। এ অসুখের চিকিৎসা কী? ত্তর জানা নেই কারও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
News18 Bangla Exclusive: সুতো নিয়ে আপস, NRS-এ কম দামী সুতোর কারণেই বিপত্তি !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement