পুরুষের বয়স ৫৫, মহিলার বয়স ৫০ হলেই আর নয় আইভিএফ! জানুন নয়া নির্দেশ
- Published by:Rachana Majumder
- Written by:Onkar Sarkar
Last Updated:
'অ্যাসিস্টেট রিপ্রোডাকটিভ টেকনোলজি' আইন অনুযায়ী বর্তমানে কোনও মহিলার বয়স ৫০ এবং পুরুষের বয়স ৫৫ হলে তাঁদের পক্ষে আর সন্তান আনা সম্ভব নয়।
ওঙ্কার সরকার, কলকাতা: বন্ধ্যাত্বের চিকিৎসায় আসতে চলেছে নয়া আইন। 'অ্যাসিস্টেট রিপ্রোডাকটিভ টেকনোলজি' আইন অনুযায়ী বর্তমানে কোনও মহিলার বয়স ৫০ এবং পুরুষের বয়স ৫৫ হলে তাঁদের পক্ষে আর সন্তান আনা সম্ভব নয়। আইভিএফ বা টেস্টটিউব কোনও ভাবেই তাঁরা সন্তানলাভ করতে পারবেন না।
এই বিষয়ে কেন্দ্র মনে করেন যদি এত বয়সে কেউ সন্তান নেন, তবে তাঁদের সন্তানকে বড় করবেন কতদিনে? তার মধ্যে একটা খামতি থেকে যেতে পারে। তবে চিকিৎসকদের মত ভিন্ন। তাঁদের মত অনুযায়ী, একজন মহিলার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু শারীরিক জটিলতা তৈরি হতে থাকে। যার জন্য প্রসবের সময় অনেক সমস্যা হয়। এমনকি যে সন্তানটি তাঁর গর্ভে রয়েছে, তার মধ্যেও বেশ কিছু সমস্যা তৈরি হয়ে যায়। এরফলে অনেক সময় বাচ্চার জন্মগত বেশ কিছু অসুখ দেখা যায়। কারও আবার সন্তান হওয়ার সময় এমন বাড়াবাড়ি হয় যে, সেই থেকে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই সমস্যা চিকিৎসকেরা একাধিকবার উপলব্ধিও করেছেন।
advertisement
তবে বর্তমানে সিঙ্গল চাইল্ডের সংখ্যা এত বেশি যে, অনেক সময় কোনো দম্পতির সন্তানের মৃত্যু হলে তাঁরা দ্বিতীয় বারের জন্যে ভাবেন। সম্প্রতি দুর্ঘটনায় একমাত্র ছেলের মৃত্যুর পড়ে হতাশ হয়ে পড়েছিলেন উত্তর ২৪ পরগনার হাবড়ার এক বৃদ্ধ দম্পতি। শেষমেশ নিঃসঙ্গতা কাটাতে ফুটফুটে যমজ পুত্র এবং কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। পাড়ায় সদ্যজাতদের নিয়ে ঢুকতেই আত্মীয় স্বজন এবং পড়া প্রতিবেশী ফুল ছিটিয়ে শঙ্খ বাজিয়ে বরণ পর্যন্ত করতে দেখা যায় যমজ সন্তানদের। বাবা তপন দত্তের বয়স ৬০ উর্দ্ধ এবং মায়ের বয়স ছিল ৫৪। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁরা দুজনকে এই পৃথিবীর আলো দেখান। তবে বাচ্চা গর্ভধারণ করার পর একাধিক শারীরিক অসুবিধার সম্মুখীন হয় মা-রূপা দত্ত। ডেলিভারির সময় যত এগিয়ে আসতে থাকে সে সময় যে ডাক্তার তাদের চিকিৎসা করতো,পরবর্তীতে ওই ডাক্তার পারবে না জানিয়ে দেয় পরবর্তীতে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে আলোচনা করে এবং সেখানেই ফুটফুটে এক পুত্র এবং এক কন্যা জমজ সন্তানের জন্ম দেয় বৃদ্ধ দম্পতি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 5:31 PM IST