#কলকাতা: পুজোয় শাড়ি বা কামিজ কিনলেই তো হল না, তার সঙ্গে রঙ মিলিয়ে চাই ব্লাউজ, নেলপলিশ, লিপস্টিক, জুতো, চুলের কাঁটা এবং কপালের টিপও। আবার সব বছর রঙ মিলিয়ে কিনলেই হয় না। বছর বছর ফ্যাশনের ছক পাল্টায়। কোনও বার রঙ মেলানো তো কোনও বার কন্ট্রাস্টই ফ্যাশন। কোনও বার অমুক রঙ 'ইন' তো পরের বছর সেই রঙই 'আউট'। কোভিড আবহে এ বার পুজো পাল্টেছে, তার সঙ্গে পাল্টাচ্ছে ফ্যাশনের এই চেনা ছকও। কোভিড পরবর্তী পরিস্থিতিতে যেমন নিউ নর্ম্যালের ছড়াছড়ি, পুজোর ফ্যাশনেও এ বার মুখোশ বা মাস্ককে ঘিরে ঢুকে পড়েছে 'নিউ নর্ম্যাল` ফ্যাশন।
পদ্ম টেলার্সের তণুশ্রীর কথায়, "এ বারে জামাকাপড়ের চেয়ে মাস্কের চাহিদা বেশি। বাটিক, কোটকি থেকে শুরু করে চান্দেরি, কলামকারি, ডেনিম, এমব্রয়ডারি সব রকম কাপড়ের মাস্ক বানাতে দিচ্ছেন ক্রেতারা। তাই সেইমতো আমাদের কাপড়ও মজুত রাখতে হচ্ছে।" অনলাইন বিক্রেতা মধুশ্রী ভৌমিক বলেন, "এ বারে তো মাস্কেরই বাজার। আমরা বিভিন্ন মাস্কের স্টক রাখতে না রাখতেই তা বিক্রি হয়ে যাচ্ছে। কোনও মাস্কই পড়ে থাকছে না।"
তবে কোভিড সংক্রমণের মধ্যে যে কোনও মাস্ক পরলে হিতে বিপরীত হতে পারে বলে সাবধান করছেন চিকিৎসকেরা। চিকিৎসকের পরামর্শ মেনেই মাস্ক পরার নিদান দিচ্ছেন তাঁরা। চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, "পুজোর সময় মণ্ডপে মণ্ডপে ভিড় থাকবে। সবাই স্বাস্থ্যবিধি এবং দূরত্ববিধি সবসময় মানবেন না। অচেনা ভিড়ে সংক্রমণের সম্ভাবনাও বেশি। তাই সাবধানতা অবলম্বন করাই একমাত্র উপায়। সে ক্ষেত্রে সার্জিকাল মাস্ক কিংবা অন্য উপযোগী মাস্ক ব্যবহার না করে যেমন তেমন মাস্ক ব্যবহার করলে আখেরে ক্ষতি হতে পারে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Puja-fashion-2020, Puja-in-corona