Child Passed Away: পুকুরে ভাসছে সদ্যোজাত শিশুর দেহ! সাতসকালে আতঙ্ক কেষ্টপুরে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Child Passed Away:পুকুরে ভাসছিল সদ্যোজাত শিশুর মৃতদেহ। স্থানীয়রা দেখেই শিউরে উঠে পুলিশে খবর দেন। কেষ্টপুরে মাস্টারদা স্মৃতি সংঘের কাছেই এই ঘটনায় এলাকায় হইচই পড়েছে।
কলকাতা: সাত-সকালে ভয়াবহ দৃশ্য। পুকুরে ভাসছিল সদ্যোজাত শিশুর মৃতদেহ। স্থানীয়রা দেখেই শিউরে উঠে পুলিশে খবর দেন। কেষ্টপুরে মাস্টারদা স্মৃতি সংঘের কাছেই এই ঘটনায় এলাকায় হইচই পড়েছে। ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। শিশুর মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- MBBS পড়ার স্বপ্ন? কোন দেশ থেকে ডিগ্রি নিলে মাইনে হবে ২ কোটি টাকা? ভীষণ সহজ!
অন্য দিকে আরও এক শিশু মৃত্যুর মর্মান্তিক খবর নজরে এসেছে। উত্তরপ্রদেশের একটি স্কুলে ছাত্রকে ‘বলি’ দেওয়া হয়েছে বলে অভিযোগ। ১১ বছরের কিশোরের দেহ উদ্ধার করা হয়েছে। স্কুলের উন্নতির জন্য ‘কালাজাদু’ অনুসরণ করে ওই ছাত্রকে মেরে ফেলা হয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হাথরসে। শুক্রবার স্কুলটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন জেলা শিক্ষা আধিকারিক। ওই স্কুল বেআইনি ভাবে চালানো হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন স্কুলের ম্যানেজারও।
advertisement
আরও পড়ুন- ‘উন্নতি’ চেয়ে কালো জাদুর অনুষ্ঠান, দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলি হাথরসের স্কুলে
হাথরসের ডিএল পাবলিক স্কুলের ঘটনা। অভিযোগ, পঞ্চম শ্রেণি পর্যন্ত ওই স্কুল চালানোর অনুমতি ছিল। কিন্তু বেআইনি ভাবে তা চলছিল অষ্টম শ্রেণি পর্যন্ত। ওই স্কুলের উন্নতিকল্পেই গত ২৩ সেপ্টেম্বর স্কুলের হস্টেলে এক ছাত্রকে ‘বলি’ দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। স্কুলের এক কর্তার কাছ থেকে ছাত্রের দেহ পান তার বাবা। তিনি এবং তাঁর পরিবারের বাকিরা দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। অভিযোগ, হস্টেলের মধ্যেই নৃশংস ভাবে হত্যা করা হয়েছে কিশোরকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 11:29 AM IST