Naushad Siddiqui: তৃণমূলের বিজয়োৎসবে হঠাৎ আমন্ত্রণ! জবাব দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
পঞ্চায়েত নির্বাচন কালে তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। রাজনৈতিক সংঘর্ষে হতাহত হয়েছে বেশ কয়েকজন।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে তৃণমূল আইএসএফের সংঘাত কি তাহলে রাজনীতির পাশা খেলার কৌশলী চাল হয়ে গেল? এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। বিধানসভা অধিবেশন চলাকালীন তৃণমূলের বিজয় উৎসবে ভাঙড়ের বিধায়ক ও আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি কে আমন্ত্রণ জানালেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
advertisement
পালটা নওশাদ বলেন, “ভাল লাগছে যে আমার বড় ভাই শওকত মোল্লা দেরিতে হলেও সৌজন্যের রাজনীতি শিখেছেন। তবে একটা বিষয় এখানে বলতেই হচ্ছে যে তাঁরা কি মানুষের রায়ে জিতেছেন? না, সন্ত্রাসের মাধ্যমে পঞ্চায়েত দখল করেছেন শওকত বাবুরা। তাই সেই বিজয় উৎসবে আমি যেতে পারব না।”
advertisement
পঞ্চায়েত নির্বাচন কালে তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। রাজনৈতিক সংঘর্ষে হতাহত হয়েছে বেশ কয়েকজন। সেই উত্তাপ কমাতে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। ভোট মিটে গেলেও বোমা উদ্ধার সহ বিক্ষিপ্ত হিংসা জারি থাকে ভাঙড়ে। তারই জেরে ১৪৪ ধারা জারি করা হয় সেখানে। এই অশান্তির দায় নিয়েও শাসক বিরোধীদের মধ্যে তরজা লেগে রয়েছে। এরই মধ্যে তৃণমূল আইএসএফের মতো যুযুধান দু’পক্ষের মধ্যে কৌশলী রাজনীতিতে ভাঙড়ে এক নতুন সমীকরণ তৈরি হতে চলেছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 5:45 PM IST