Sandhya Mukherjee Passes Away: 'সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি', বাংলায় ট্যুইট করে শোকজ্ঞাপন মোদির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তকাল রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০৷
#কলকাতা: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে (Sandhya Mukherjee Passes Away) গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)৷ বাংলায় ট্যুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি৷
ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, 'গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত। আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আগামী প্রজন্মও তাঁর সুরেলা কন্ঠে আবিষ্ট হবে। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।'
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত। আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আগামী প্রজন্মও তাঁর সুরেলা কন্ঠে আবিষ্ট হবে। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।
— Narendra Modi (@narendramodi) February 15, 2022
advertisement
advertisement
গতকাল রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০৷ তাঁর মৃত্যুতে গোটা দেশের সঙ্গীত জগতেই শোকের ছায়া৷
ইতিমধ্যেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তি শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে৷
advertisement
প্রসঙ্গত কয়েকদিন আগেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম পদ্মশ্রী সম্মান দেওয়ার জন্য চূড়ান্ত করেছিল কেন্দ্রীয় সরকার৷ যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কিংবদন্তি শিল্পী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
February 16, 2022 12:15 AM IST