Kolkata Metro Update: হাতে পোড়া দাগ, রাত দুটোয় কীভাবে মেট্রোর সুড়ঙ্গে যুবকের দেহ? বাড়ছে রহস্য

Last Updated:

বৃহস্পতিবার রাত দুটো নাগাদ টহলদারির সময় ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আরপিএফ জওয়ানরা৷

অচল মেট্রো পরিষেবা, দুর্ভোগ যাত্রীদের
অচল মেট্রো পরিষেবা, দুর্ভোগ যাত্রীদের
পরণে কালো টি শার্ট- নীল জিনস৷ ডান হাতের কবজিতে পোড়া দাগ৷ বৃহস্পতিবার গভীর রাতে এই অবস্থাতেই পার্ক স্ট্রিট স্টেশনের কাছে উদ্ধার হল এক যুবকের দেহ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মেট্রো রেলে৷
বৃহস্পতিবার রাত দুটো নাগাদ টহলদারির সময় ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আরপিএফ জওয়ানরা৷ সপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট স্টেশনের মাঝে ডাউন লাইনে বৃহস্পতিবার এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। মেট্রো রেল সূত্রে খবর, পার্ক স্ট্রিট স্টেশন থেকে সাড়ে ২০০ মিটার এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে ৭০০ মিটার দূরে ডাউন লাইনের ট্র্যাকের কাছাকাছি পড়েছিল দেহ।
advertisement
কীভাবে দুই স্টেশনের মাঝে মেট্রোর লাইনে দেহ এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আরপিএফ-এর টহলদারি দলই এর পর মেট্রো রেলের কন্ট্রোল রুমে খবর দেন৷ সেখান থেকেই খবর যায় নিউ মার্কেট থানায়৷
advertisement
পুলিশ এসেই মেট্রোর লাইন থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়৷ সেখানেই ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়৷ প্রাথমিক ভাবে কর্তব্যরত চিকিৎসক জানান, তড়িদাহত হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে৷
advertisement
ওই যুবক কে, মেট্রোর সুরক্ষা বলয় এড়িয়ে কীভাবে সুড়ঙ্গে ঢুকে গেলেন ওই ব্যক্তি, কীভাবেই বা তিনি মারা গেলেন, এই ঘটনায় এরকম একাধিক প্রশ্ন উঠছে৷ এই ঘটনা কেন স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ল না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে৷ ঘটনায় তদন্তে নেমেছে আরপিএফ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Update: হাতে পোড়া দাগ, রাত দুটোয় কীভাবে মেট্রোর সুড়ঙ্গে যুবকের দেহ? বাড়ছে রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement