C V Anand Bose: রাজ্যপালের অনুষ্ঠানের কাছেই উদ্ধার রহস্যময় ট্যাক্সি!মালিককে ফোন করে অবাক পুলিশই

Last Updated:

নো পার্কিং জোনে একটি ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্টরা৷ খোঁজ হয় ট্যাক্সি চালকের৷

রাজ্যপালের অনুষ্ঠানের আগে উদ্ধার রহস্যময় ট্যাক্সি৷
রাজ্যপালের অনুষ্ঠানের আগে উদ্ধার রহস্যময় ট্যাক্সি৷
কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অনুষ্ঠানস্থলের কাছেই উদ্ধার হল একটি রহস্যময় ট্যাক্সি৷ ঘটনাটি ঘটেছে কলকাতার আনন্দপুর এলাকায়৷ ইতিমধ্যেই রহস্যজনক ওই ট্যাক্সিটিকে উদ্ধার করেছে পুলিশ৷ সেটির মালিককেও চিহ্নিত করা হয়েছে৷
আজ আনন্দপুর এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের৷ সেই কারণেই আনন্দপুর এলাকায় নজরদারি বাড়িয়েছিল পুলিশ৷ রাস্তায় চলছিল টহলদারি৷
advertisement
advertisement
তখনই নো পার্কিং জোনে একটি ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্টরা৷ খোঁজ হয় ট্যাক্সি চালকের৷ খোঁজ না মেলায় ট্যাক্সির নম্বরের সূত্র ধরে ট্যাক্স মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়৷ আর তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য৷ ট্যাক্সির মালিক জানান, প্রায় দু' মাস আগে তাঁর ওই ট্যাক্সিটি চুরি হয়ে যায়৷ ট্যাক্সি চুরি হয়ে যাওয়ার পর তিলজলা থানায় অভিযোগও দায়ের করেন তিনি৷ কিন্তু ট্যাক্সির খোঁজ মেলেনি৷
advertisement
চুরি হয়ে যাওয়া সেই ট্যাক্সিই কী ভাবে রাজ্যপালের অনুষ্ঠানস্থলের কাছে পৌঁছল, কে বা কারা কী উদ্দেশ্যে ট্যাক্সিটিকে ওখানে রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ উদ্ধার হওয়া ট্যাক্সিটিকে তিলজলা থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
C V Anand Bose: রাজ্যপালের অনুষ্ঠানের কাছেই উদ্ধার রহস্যময় ট্যাক্সি!মালিককে ফোন করে অবাক পুলিশই
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement