মধ্যবিত্তের পকেটে কোপ, ফের দুধের দাম বাড়াচ্ছে 'মাদার ডেয়ারি', বুধবার থেকেই গুনতে হবে বেশি টাকা

Last Updated:

হেঁশেলে আগুন! ফের দাম বাড়তে চলেছে দুধের। 'মাদার ডেয়ারি' কর্তৃপক্ষ জানাল, ১৭ অগাস্ট বুধবার থেকেই বাড়তে চলেছে দুধের দাম

#কলকাতা: ফের মধ্যবিত্যের কপালে ভাঁজ, হেঁশেলে আগুন! ফের দাম বাড়তে চলেছে দুধের। 'মাদার ডেয়ারি' কর্তৃপক্ষ জানাল, ১৭ অগাস্ট বুধবার থেকেই বাড়তে চলেছে দুধের দাম। প্রতি লিটারে দাম বাড়বে ২ টাকা করে।সংস্থার তরফে জানানো হয়েছে, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার ফলেই দুধের দাম বাড়ানো হচ্ছে। বাজারে মেলে মাদার ডেয়ারির একাধিক ভ্যারিয়ান্টের দুধ, যেমন টোনড, ডাবল টোনড, সুপার টি, কাউ মিল্ক। সংস্থার তরফে জানাও হয়েছে,  সব ধরনের দুধেরই দাম বাড়ানো হচ্ছে।
advertisement
বাড়ছে আমুল দুধের দাম-ও। জানা গিয়েছে, আমূল দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ছে। নতুন মূল্য হচ্ছে, আমূল গোল্ডের ৫০০ml-এর প্যাকেটের দাম বেড়ে হচ্ছে ৩১ টাকা। আমূল তাজার ৫০০ml-এর প্যাকেটের দাম বেড়ে হচ্ছে ২৫ টাকা, আমূল শক্তির ৫০০ml-এর প্যাকেটের দাম হবে ২৮ টাকা। মাদার ডেয়ারিত ক্রিম-দুধের দাম বেড়ে দাঁড়াচ্ছে ৬১ টাকায়, যা আগে ছিল ৫৯ টাকা। টোনড দুধের দামে রেকর্ড বৃদ্ধি। দাম বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুন। অর্থাৎ ৪৫ টাকা থেকে দাম বেড়ে হচ্ছে ৫১ টাকা। দিল্লি-NRC চত্বরে ইতিমধ্যেই বেড়েছে দুধের দাম।
advertisement
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গায় প্যাকেটজাত দুধের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)। এই তালিকায় নাম রয়েছে, গুজরাটের আহমেদাবাদ ও সৌরাষ্ট্র, দিল্লি এনসিআর, পশ্চিমবঙ্গ, মুম্বই। উৎপাদন খরচের কথা মাথায় রেখেই এই মূল্যবৃদ্ধি বলে জানানো হয়েছে। আমুলের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, দুধের উৎপাদনের সামগ্রীক খরচা বৃদ্ধির কারণেই এই মূল্যবৃদ্ধি। শুধুমাত্র গবাদি পশুর খরচই গত বছরের তুলনায় বেড়েছে ২০ শতাংশ।
advertisement
দুধের এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর চাপ আরও বাড়বে।
advertisement
মার্চ মাসেও দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি।  সে-বারও লিটার প্রতি দুধের দাম বেড়েছিল ২ টাকা করে৷ সেই দাম লাঘু হয়েছিল ৬ মার্চ ২০২২ থেকে! ৫ মাস পার করেই ফের বাড়ল দুধের দাম। প্রসঙ্গত, মার্চ মাসে দাম বেড়েছিল আমুল দুধেরও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মধ্যবিত্তের পকেটে কোপ, ফের দুধের দাম বাড়াচ্ছে 'মাদার ডেয়ারি', বুধবার থেকেই গুনতে হবে বেশি টাকা
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement