বেলগাছিয়ার কাছে মেট্রোতে ধোঁয়া, দমদম-গিরিশ পার্ক বন্ধ মেট্রো চলাচল
Last Updated:
দমদম থেকে গিরিশ পার্ক অবধি বন্ধ রয়েছে মেট্রো চলাচল ৷ বেলগাছিয়ার কাছে মেট্রো থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷
#কলকাতা: দমদম থেকে গিরিশ পার্ক অবধি বন্ধ রয়েছে মেট্রো চলাচল ৷ বেলগাছিয়ার কাছে মেট্রো থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ এরপরই বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল ৷ আতঙ্কে মেট্রো ছেড়ে বেরিয়ে আসেন যাত্রীরা ৷
যাত্রীরা ভয়ে মেট্রো স্টেশন ছেড়ে বেরিয়ে আসেন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ৷ স্টেশন এবং মেট্রোর ভিতরে শুরু হয়েছে চুলচেরা তল্লাশি ৷ যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল ৷ যার জেরে অফিস এবং স্কুল-কলেজ ফেরত যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন ৷
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর ৩.২৪ নাগাদ দমদম থেকে মেট্রোটি ছাড়ে ৷ মেট্রোটি বেলগাছিয়া স্টেশনে ঢুকতেই ধোঁয়া বেরোতে শুরু করে ৷ বেলগাছিয়া স্টেশনে মেট্রোতে ঢুকতেই পোড়া গন্ধ বেরোতে শুরু করে মেট্রো থেকে ৷ একটি বগি থেকে ধোঁয়াও বেরোতে শুরু করে ৷ এরপরই বেলগাছিয়া স্টেশনে মেট্রো ঢুকতেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2018 4:28 PM IST