Metro Yellow Line Service: ধুঁকছে ব্লু লাইন, হলুদে বাড়ছে পরিষেবা! শনি এবং রবিবারও চলবে বিমানবন্দর যাওয়ার মেট্রো
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গত ২২ অগাস্ট নোয়াপাড়া থেকে বিমানবন্দর শাখায় মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা দিতে গিয়ে প্রায় প্রতিদিনই সমস্যার সম্মুখীন হচ্ছেন মেট্রোর ব্লু লাইনের যাত্রীরা৷ কোনও সময় ট্রেন সময়ে আসছে না, কখনও আবার ভিড়ের চাপে মেট্রোর দরজা বন্ধ করা যাচ্ছে না৷ আবার অনেক সময় গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই মাঝপথে যাত্রা শেষ করে দিচ্ছে মেট্রো৷
যাত্রীদের অভিযোগ, নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে মেট্রোর নতুন হলুদ লাইনের পরিষেবা শুরু হওয়ার পর থেকেই মেট্রোর ব্লু লাইনে সমস্যা বেড়েছে৷ এরই মধ্যে নতুন চালু হওয়া হলুদ লাইনে এবার থেকে শনি এবং রবিবারও পরিষেবা শুরু করতে চলেছে মেট্রো রেল৷
গত ২২ অগাস্ট নোয়াপাড়া থেকে বিমানবন্দর শাখায় মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও উদ্বোধনের পর থেকে শনি এবং রবিবার হলুদ লাইনে পরিষেবা বন্ধ থাকত৷ মেট্রো কর্তৃপক্ষের দাবি, উদ্বোধনের পর থেকে মেট্রোর হলুদ লাইনে যাত্রীদের যথেষ্ট ভাল সাড়া মিলেছে৷ গত সোমবার যাত্রী সংখ্যা ৭০০০ ছাড়িয়ে গিয়েছে৷ যাত্রীদের ভাল সাড়া পাওয়ার পরই শনি এবং রবিবারও লুদ লাইনে পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷
advertisement
advertisement
শনিবার মেট্রোর হলুদ লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৪৪টি ট্রেন চালানো হবে৷ রবিবার চালানো হবে ৪০টি ট্রেন৷ শনিবার সকাল ৭.৩৫ থেকে রাত ৮.৩২ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে৷ রবিবার প্রথম এবং শেষ মেট্রো ছাড়বে সকাল ৮.৩৫ এবং রাত ৮.২২ মিনিটে৷ শনি এবং রবিবার ৩৫ মিনিটের ব্যবধানে হলুদ লাইনে মেট্রো চলবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 8:43 PM IST