Garia Airport Metro: বিরাট সুখবর! কবে থেকে চালু হবে গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো? জানলে চমকে যাবেন

Last Updated:

Garia Airport Metro Metro Railways: দীর্ঘ পনেরো বছর ধরে কলকাতায় নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অবধি মেট্রো রেল প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পে গড়িয়া থেকে রুবি অবধি মেট্রো চলাচল শুরু হলেও, যাত্রী কম।

বিরাট সুখবর! কবে থেকে চালু হবে গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো? জানলে চমকে যাবেন
বিরাট সুখবর! কবে থেকে চালু হবে গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো? জানলে চমকে যাবেন
কলকাতা: দীর্ঘ পনেরো বছর ধরে কলকাতায় নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অবধি মেট্রো রেল প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পে গড়িয়া থেকে রুবি অবধি মেট্রো চলাচল শুরু হলেও, যাত্রী কম। বেলেঘাটা অবধি প্রকল্পের কাজ শেষ হলেও মেট্রো চলাচল শুরু করা যায়নি৷ তবে এর পরে বাকি অংশে বিশেষ করেই এম বাইপাস লাগোয়া চিংড়িঘাটা অঞ্চলে পিলার নির্মাণে কাটল বাধা।
কবি সুভাষ থেকে বিমানবন্দর — কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের ২৯ কিলোমিটার প্রকল্পে পথে বাধা ছিল রুটের বিভিন্ন জায়গায় তৈরি আটটি বহুতল। এর মধ্যে সাতটি বহুতলের বাসিন্দাদের ক্ষতিপূরণ দিয়ে সেই বাড়িগুলো খালি করানোর পর বাড়িগুলো ভেঙে মেট্রোর জন্য প্রয়োজনীয় নির্মাণ শুরু হয়। সাতটি বাড়ি এমন ভাবে ভাঙা গেলেও ক্যাপ্টেনের ভেড়ির বিপরীতের বহুতলের বাসিন্দাদের সহজে বাড়ি ছাড়ার জন্য রাজি করানো যাচ্ছিল না। অবশেষে কাটল সেই বাধা।
advertisement
advertisement
আরভিএনএল-এর তরফে জানানো হয়েছে, ‘এ বার পিয়ার নং ৩১০ থেকে ৩২৯ পর্যন্ত অংশে নিরবচ্ছিন্ন ভাবে ভায়াডাক্ট তৈরি করা সম্ভব হবে। এর মধ্যে পিয়ার ৩১০ থেকে ৩১৭ পর্যন্ত অংশ চিংড়িহাটা ফ্লাইওভারকে অর্ধচন্দ্রাকারে বেষ্টন করে এগোবে।’ নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোকে বেলেঘাটা পর্যন্ত যাত্রী পরিষেবা চলতি বছরের শেষে চালু করার পরিকল্পনা আছে। নোয়াপাড়া-বারাসাত লাইনে প্রাথমিকভাবে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো চালু করা হতে পারে।
advertisement
ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) বেশি অংশের কাজ বাকি না থাকলেও নিউ গড়িয়া-এয়ারপোর্ট (অরেঞ্জ লাইন), জোকা-এসপ্ল্যানেড (পার্পল লাইন) এবং নোয়াপাড়া-বারাসাত (ইয়েলো লাইন) মেট্রো করিডরে অনেক কাজ বাকি আছে। কিন্তু জমিজটের মতো কারণে একাধিক জায়গায় কাজ থমকে রয়েছে।প্রসঙ্গত মহালয়ার দিন কলকাতায় এসে জমি জটে মেট্রো প্রকল্পের কাজ আটকে থাকার বিষয়ে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।।যদিও মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, তারা রাজ্য সরকারের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করেছেন।দ্রুত যাতে প্রকল্পের কাজ শেষ করা যায় সেদিকে তারা খেয়াল রাখছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Garia Airport Metro: বিরাট সুখবর! কবে থেকে চালু হবে গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো? জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement