Metro Railway Kolkata: বড়দিন থেকেই মেট্রোর সূচিতে বড় বদল, যাত্রীদের সুবিধায় আরও ট্রেন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আগামী ২৭ ডিসেম্বর থেকে সপ্তাহের অন্যান্য কাজের দিনে ২৭৬টি ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল (Metro Railway Kolkata)৷
#কলকাতা: বড়দিন থেকেই প্রতি শনিবার দশটি করে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো রেল৷ আপ এবং ডাউন মিলিয়ে প্রত্যেক শনিবার ২৩০টি ট্রেন চালানো হবে৷ ব্যস্ত সময় সাত মিনিট অন্তর চলবে মেট্রো (Metro Rail Kolkata)৷
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সকাল সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই পরিষেবা মিলবে৷ এর মধ্যে ১৫৯টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল করবে৷
advertisement
আজ থেকেই পার্ক স্ট্রিটে শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস ফেস্টিভাল৷ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ বড়দিন এবং বর্ষবরণ উপলক্ষে এমনিতেই পার্ক স্ট্রিট, নিউ মার্কেট এলাকায় প্রচুর জন সমাগম হয়৷ সপ্তাহান্তে সেই ভিড় আরও বাড়ে৷ ফলে শনিবারে বাড়তি মেট্রো চললে উপকৃত হবেন অনেকেই৷
advertisement
এর পাশাপাশি, আগামী ২৭ ডিসেম্বর থেকে সপ্তাহের অন্যান্য কাজের দিনে ২৭৬টি ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল৷ এর মধ্যে ১৭৩টি ট্রেন চলবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে৷ সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে পাঁচ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা৷
সপ্তাহের বাকি দিনের মতো শনিবারও কবি সুভাষ, দমদম এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায়৷ দক্ষিণেশ্ব থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 20, 2021 8:31 PM IST