অবশেষে মানিক-দর্শন, যাদবপুরে বাড়ির বারান্দায় সশরীরে হাজির প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি

Last Updated:

Manik Bhattacharya : শনিবার সকাল ৯ টা বেজে ২০ মিনিট নাগাদ যাদবপুরের সেন্ট্রাল রোডের বাড়ির বারান্দায় এসে দাঁড়ান নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক

শনিবাসরীয় সকালে নিজেই দেখা দিলেন মানিক ভট্টাচার্য
শনিবাসরীয় সকালে নিজেই দেখা দিলেন মানিক ভট্টাচার্য
কলকাতা : বাংলা কবিতার অবনীর মতো তিনিও কি বাড়ি আছেন? এই প্রশ্ন ইদানীং তোলপাড় করছিল সংবাদমাধ্যমে ৷ যদিও সংবাদমাধ্যমের কিছু অংশে মানিক ভট্টাচার্য নিজেই জানিয়েছিলেন তিনি কলকাতার যাদবপুরে তাঁর বাড়িতেই আছেন ৷ কিন্তু সে বাড়ির দুয়ার এমনই আঁটা ছিল যে মানিকের দর্শনই পাওয়া যাচ্ছিল না ৷ অবশেষে শনিবাসরীয় সকালে নিজেই দেখা দিলেন স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক টেট দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ৷ শনিবার সকাল ৯ টা বেজে ২০ মিনিট নাগাদ যাদবপুরের সেন্ট্রাল রোডের বাড়ির বারান্দায় এসে দাঁড়ান নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ৷
গত দু’দিন ধরে যাদবপুরের সেন্ট্রাল রোডের ৫৩/৩এ/১ নম্বর ঠিকানায় দুর্গসম বাড়ির সামনে মানিকের সন্ধানে ভিড় করে ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ৷ অবশেষে শনিবার সকালে হল মানিক-দর্শন ৷ এদিন মানিক বলেন ‘এ বার নিশ্চিত হবেন তো?’ তবে বিচারাধীন বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷ তাঁর কথায়, ‘‘ স্বাভাবিক জীবনযাপন করতে দিন । তদন্তে অসহযোগিতা আগেও ছিল না এখনও নেই ।’’
advertisement
আরও পড়ুন : হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণে উদ্যোগী রাজ্য, ২১-২৪ ডিসেম্বর রাজ্যজুড়ে কর্মসূচি
এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি জানিয়েছিল যে অভিযুক্ত মানিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ ‘নিখোঁজ’ মানিক যাতে বিদেশে চলে না যান তার জন্য লুক আউট নোটিস জারি করা হয় ৷ তাঁকে ঘিরে চাঞ্চল্যকর এই ঘটনাপ্রবাহের মধ্যেও মানিক সংবাদমাধ্যমের কাছে বলে গিয়েছিলেন তিনি আছেন তাঁর বাড়িতেই ৷ ইডি না পেলেও তাঁর দেখা পেল সংবাদমাধ্যম ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  বাইকের ওপরেই রাখা ছিল হেলমেট! কানের মধ্যে দিয়ে ঢুকে গেল সেটা...তারপরেই
অন্যদিকে অভিযুক্ত বিধায়ক মানিককে রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে ইডি তাঁর নামে লুক আউট নোটিস জারি করার পরে শুক্রবার সকালে রাজ্য পুলিশ সূত্রে এই প্রত্যাহার সংবাদ জানানো হয় ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
অবশেষে মানিক-দর্শন, যাদবপুরে বাড়ির বারান্দায় সশরীরে হাজির প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement