Manik Bhattacharya: পুজোর মুখেই দুঃসংবাদ মানিকের জীবনে, তুমুল হতাশা জেলে! কী এমন ঘটল?

Last Updated:

Manik Bhattacharya: সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে ১৬ নভেম্বর মামলার শুনানি নিষ্পত্তি করার জন্য।

মানিকের জন্য দুঃসংবাদ
মানিকের জন্য দুঃসংবাদ
কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন শুনল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন মানিক ভট্টাচার্য। কিন্তু পরপর চারটি তারিখ অতিবাহিত হলেও শুনানি হয়নি।
হাইকোটে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ নভেম্বর। এরই মধ্যে আজ সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মানিক। সুপ্রিম কোর্ট তার আরজি শুনতে চায়নি।
advertisement
তবে সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে ১৬ নভেম্বর মামলার শুনানি নিষ্পত্তি করার জন্য। সুপ্রিম কোর্টে ইডির তরফে দাবি করা হয়, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন না। তিনি এতটাই প্রভাবশালী যে গ্রেফতারির ১ বছর পরেও তাঁকে বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হয়নি। তিনি বিধায়ক পদে বহাল রয়েছেন। যার ফলে জামিন পেলে তিনি তাঁর এক্তিয়ার ব্যবহার করে প্রমাণ নষ্ট সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।
advertisement
তাছাড়া মানিকের বিরুদ্ধে রোজই নতুন নতুন তথ্য উঠে আসছে। হাইকোর্ট বিভিন্ন সময় সিবিআই, ইডিকে তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিচ্ছে। ফলে মানিকের জামিন দেওয়া উচিত হবে না। এরপর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, মানিক ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানি হবে কলকাতা হাইকোর্টেই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: পুজোর মুখেই দুঃসংবাদ মানিকের জীবনে, তুমুল হতাশা জেলে! কী এমন ঘটল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement