অন্যের স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রোতে ঢুকতে গিয়ে বাধা! স্টেশন কর্মীকে মারধর
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ঘটনায় আটক দু'জন। আটকদের নাম কৃশানু দে ও কৌশিক দে।
#কলকাতা: করোনা ভাইরাসের জন্য বহুদিন বন্ধ ছিল মেট্রোরেল। শুধু মেট্রো নয় একটা সময় পর্যন্ত ট্রেন, বাস, বিমান সব কিছুতেই ছিল নিষেধাজ্ঞা। তবে লকডাউন হালকা হওয়ার পর সব কিছুই স্বাভাবিক হতে শুরু করে। কলকাতায় মেট্রো চলাচলও শুরু হয়েছে। তবে আগের থেকে অনেক বেশি নিয়ম ও কড়াকড়ি চালু করা হয়েছে। টিকিট বা স্মার্ট কার্ডের ক্ষেত্রেও বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। আজ চাঁদনিচক মেট্রো স্টেশনে অন্যের স্মার্ট কার্ড ব্যবহার করে ঢুকতে চেষ্টা করেন দুই ব্যক্তি। কিন্তু তিনি ধরা পড়ে যান তাঁরা। আর তারপরেই মারধর শুরু করেন স্টেশনের মেট্রোকর্মীকে। ঘটনায় আটক দু'জন। আটকদের নাম কৃশানু দে ও কৌশিক দে।
এখন মেট্রো স্টেশনে প্রবেশের জন্যে ই-পাস বাধ্যতামূলক। আর মেট্রোতে চাপার জন্যে বাধ্যতামূলক স্মার্ট কার্ড। কিন্তু এক জনের স্মার্ট কার্ড দিয়ে একজন প্রবেশ করতে পারবেন। এদিন একই সাথে কারসাজি করে দু'জন গেটে এক স্মার্ট কার্ড পাঞ্চ করে ঢুকতে যান। যদিও গেট বন্ধ হয়ে যায়। মেট্রো কর্মীদের হাতে ধরা পড়েন তাঁরা। এর পরই তাঁরা কর্তব্যরত কর্মীদের মারধর করেন। শেষ মেষ আর পি এফ এসে আটক করে ওই দুই ব্যক্তিকে। চালাকি করে মেট্রোতে চড়তে চেয়েছিলেন তাঁরা। ধরা পড়ায় তাঁরাই চেঁচামেচি শুরু করেন।
advertisement
ABIR GHOSAL
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2020 11:02 PM IST