Mamata Banerjee: এখনই নয় যোগদান? 'গদ্দার' দলবদলুদের নিয়ে 'ধীরে চলো' নীতি তৃণমূলের!

Last Updated:

তৃণমূল সূত্রে খবর, দলবদলুদের ফেরাতে কোনও তাড়াহুড়ো করতে করতে চাইছে শাসকদল। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশের দিকেই তাকিয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। (প্রতিবেদন: কমলিকা সেনগুপ্ত)

কলকাতা: 'যখন তোমার কেউ ছিল না, পাশে ছিলাম আমি....' বাংলা গানের অভিমানী লাইনই এখন যেন বেজে চলেছে তৃণমূলের অন্দরে। দলবদলুদের বিষয়ে তৃণমূল নেতারা এখন এমনই বলে চলেছেন ঘনিষ্ঠ মহলে। সোনালি গুহ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, এমনকী উঠে আসছে মুকুল রায়ের নামও, সকলেই এখন ফিরতে চাইছেন তৃণমূলে। শুধু তাই নয়, দায়িত্ব নেওয়ার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাবি করেছেন, 'যাঁরা হেরেছেন তাঁরাই শুধু নন, বিজেপির হয়ে জিতে বিধায়ক হয়েছেন, এমন অনেকে দলে আসতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়েছে ওয়ার্কিং কমিটি। পরবর্তী মিটিংয়ে এই নিয়ে সিদ্ধান্ত হবে।' আর এতেই আতঙ্ক শুরু হয়েছে বিজেপির অন্দরে। যদিও তৃণমূল সূত্রে খবর, দলবদলুদের ফেরাতে কোনও তাড়াহুড়ো করতে করতে চাইছে শাসকদল। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের দিকেই তাকিয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
রাজনৈতির মহলের একটা বড় অংশই বলছে, বিজেপি বিধায়কদের দলে নিলে প্রাক্তন তৃণমূল নেতাদেরও ফেলে রাখবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ভোটের ফলপ্রকাশের দিনই দলবদলুদের স্বাগত জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকে তৃণমূলে ফিরতে কার্যত লাইন পড়ে গিয়েছে দলত্যাগীদের। অভিষেকের বার্তা তাঁদের স্বস্তি দিতে পারে। কিন্তু কবে হবে 'ঘর ওয়াপসি', তা এখনও স্পষ্ট নয়।
advertisement
ভোটের ফলপ্রকাশের দিনই স্পষ্ট হয়ে যায়, বিজেপিকে ধরাশায়ী করে তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতা দখল করেছে তৃণমূল। আর এরপর থেকেই তৃণমূলে 'ঘর ওয়াপসি'র লাইন পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে ফের পুরনো দলে ফেরার আর্জি জানান সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালি গুহ, এরপর একে-একে সরলা মুর্মু, অমল আচার্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক নেতা-নেত্রী দলের কাছে আর্জি জানান।
advertisement
advertisement
তবে, সবচেয়ে বেশি সাড়া পড়ে যায় মুকুল রায়ের স্ত্রীকে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতাল যাত্রা থেকে। মুকুল পুত্র শুভ্রাংশু একাধারে যেমন অভিষেক-মমতার প্রশংসায় পঞ্চমুখ হন, অপরদিকে মুকুলের তৃণমূলে ফিরে আসা নিয়ে তুমুল আলোচনা শুরু হয় সর্বস্তরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, স্বয়ং নরেন্দ্র মোদি ফোন করেন মুকুল রায়কে, খোঁজ নেন তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি বলেই মত রাজনৈতিক মহলের। ফলে মুকুলকে ঘিরে বিজেপিতে বড় ভাঙনের আশঙ্কা এখনও বিদ্যমান গেরুয়া শিবিরের অন্দরে। সেই তালিকায় এখন প্রবলভাবে উঠে এসেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামও। রাজীবের সোশ্যাল মিডিয়া পোস্টই সেকথা স্পষ্ট করে দিচ্ছে।
advertisement
যদিও তৃণমূল সূত্রে খবর, দলবদলুদের ফেরাতে তাড়াহুড়ো করতে চাইছে না তৃণমূল। শাসক দলের একাংশের মতে, ভোটের আগে দলের দুঃসময়ে ছেড়ে চলে গিয়েছেন অনেকে। এমনকী তাঁদের মধ্যে কেউ কেউ দলকে ব্ল্যাকমেইলও করছিল। কিন্তু দল জিততেই এখন সুর নরম করেছে তাঁরা। তবে, তাঁদেরও বোঝানো উচিৎ, এভাবে ইচ্ছেমতো, নিজেদের স্বার্থমতো দলে আসা যায় না। তাই আপাতত ধীরে চলো নীতিতেই চলতে চাইছে শাসক দল।
advertisement
----কমলিকা সেনগুপ্ত
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: এখনই নয় যোগদান? 'গদ্দার' দলবদলুদের নিয়ে 'ধীরে চলো' নীতি তৃণমূলের!
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement