Mamata-Suvendu: 'আপনিও ডাকুন, আপনার বাড়িতেও যাব', শুভেন্দুকে হঠাৎ 'প্রস্তাব' মমতার! বেনজির বিধানসভায় অন্য ভূমিকায় বিজেপি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata-Suvendu: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এটা সংবেদনশীল বিষয়। পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে যোগ করার কথা বলব। পশ্চিমবঙ্গ এক থাকবে।''
কলকাতা: রাজ্য বিধানসভায় বিরল ঘটনা। বিরোধী দলনেতার প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বললেন, ”অধ্যক্ষ অনুমতি দিলে বিরোধী দলনেতার বক্তব্য প্রস্তাবে যুক্ত করুন।” কী এমন বলেছিলেন শুভেন্দু? এদিনই বিধানসভায় ১৮৫ রুল অনুযায়ী বঙ্গভঙ্গের প্রচেষ্টার বিষয়ে প্রস্তাব পেশ করা হয়। অধিবেশনেই শুভেন্দু বলেন, ”অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী করেছেন। আমার প্রস্তাব অখন্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন। আমরা সহমত পোষণ করব।”
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ”এটা সংবেদনশীল বিষয়। পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে যোগ করার কথা বলব। পশ্চিমবঙ্গ এক থাকবে। আমরা ভাঙতে দেব না। এটা হাউজের স্বার্থে করা হোক।” এরপরই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চলে যান বিরোধী দলনেতার কাছে। এরপরই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মমতা। বলেন, ”বিরোধিতা করব বলে কাঁদা ছোড়াছুড়ি করব কেন। আমি দেশ ও রাজ্য দুটোই ভালোবাসি। শোভনদেবদা-কে বলব, শুভেন্দু যা বলেছেন, সেটা যুক্ত করুন।”
advertisement
advertisement
অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রী সরাসরি শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, ”আমি একজনের বাড়িতে গিয়েছি বলে আপনাদের আপত্তির কী আছে! আপনিও ডাকুন না! ডাকলে আপনার বাড়িতেও যাব। অসুবিধা কী!” মমতার সংযোজন, ”আমরা নর্থ ইস্টার্ন কাউন্সিলে যাব কেন ? ওটা তো শুধু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য। আমরা শুধু দার্জিলিং-এর সাবসিডির কথা বলেছিলাম। উত্তরবঙ্গের অনেক অবদান আছে বাংলাকে এক রাখার জন্য। বাংলার ঐক্য, সম্প্রীতি বাংলার সম্পদ।”
advertisement
মুখ্যমন্ত্রীর ভাষণে এদিন উঠে আসে নীতি আয়োগের বৈঠকের প্রসঙ্গও। তিনি বলেন, ”এই সুযোগে আমি একটা কথা বলতে চাই। কিছুদিন আগে আমি নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলাম। বিরোধী দলগুলোর মধ্যে আমি আমি একা ছিলাম। আমি সেখানে কন্সট্রাকটিভ কথা বলেছি।
আমি আজও বলছি, আমি কাউকে বঞ্চিত করিনি। পরিকাঠামো উন্নয়নে বাংলা অনেক এগিয়ে আছে। ১০০ দিনের কাজের টাকা, আবাসের টাকা যা আটকে আছে, সেটাও বাংলা পাক। আমরা মনে করি বিভেদ নয়, বিচ্ছেদ নয়। সবাই এক থাকুক। আমরা একতার পক্ষে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2024 2:01 PM IST