Mamata Banerjee: ‘SIR আতঙ্কে’ মৃত ও অসুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর, মৃতদের ২ লক্ষ ও অসুস্থদের ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
রাজ্যে ‘SIR আতঙ্কে’ মৃত এবং আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থসাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আবীর ঘোষাল, কলকাতা: রাজ্যে ‘SIR আতঙ্কে’ মৃত এবং আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থসাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানালেন, ‘এসআইআর আতঙ্কে’ অসুস্থ হয়ে পড়া মানুষরাও পাবেন আর্থিক সাহায্য।
মুখ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ‘এসআইআর আতঙ্কে’ ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে (আত্মহত্যা-সহ)। তিনি বলেন, ‘‘তাঁদের প্রত্যেকের পরিবার ২ লক্ষ টাকা করে অর্থসাহায্য পাবে।’’ অসুস্থ হয়ে চিকিৎসাধীন ১৩ জন। এঁদের মধ্যে ‘কাজের চাপে’-র শিকার ৩ জন বিএলও রয়েছেন। এই ১৩ জন পাবেন ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা।
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘SIR-এ মানুষ মারা গিয়েছে দুঃখে, আত্মহত্যা করে। আমাদের BLO-রা অনেকে মারা গিয়েছেন। ১৩ জন এখনও হাসপাতালে ভর্তি আছে, এর মধ্যে BLO-রাও আছে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের দুই লক্ষ টাকা করে দাও। আর যাঁরা হাসপাতালে আছেন, তাঁদের এক লক্ষ টাকা করে দাও ৷’’
advertisement
তিনি এদিন আরও বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারকে অনেক ধন্যবাদ। আমাদের টাকা আটকে রেখেছেন। তবুও কেন্দ্রীয় সরকারকে বলব আমাদের সহযোগিতা চাই। এটা ‘সরকার টু সরকার’-এর ব্যাপার। আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলে যাই। অনেক বঞ্চনা নিয়ে চলতে হয়। কেন্দ্রীয় সরকারের কিছু বলার থাকলে রাজ্যকে বলুক। এমন কিছু হুলিয়া জারি করবেন না। এমন কিছু করলে, আমাদের রাজ্যকেও মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 4:20 PM IST

