Mamata Banerjee on Cyclone Yaas: নতুন ইনিংসের শুরুতেই চ্যালেঞ্জ 'যশ'! 'তৈরি আছি', বঙ্গবাসীকে আশ্বাস মমতার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cyclone yaas-মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দিলেন কন্ট্রোল রুমের নম্বরও।
কলকাতা: আমফানের (Cyclone Amphan) পুনরাবৃত্তি চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক এক বছর আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে অবস্থা হয়েছিল, সেই ধ্বংলীলা এবারও হলে মানুষের ক্ষয়ক্ষতি যাতে কম হয়, তা নিশ্চিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে শনিবারই তিনি ট্যুইট করে লিখেছেন, 'যশ (Cyclone Yaas) ঘূর্ণিঝড়ের কবলে যে জেলাগুলি পড়তে পারে, সেগুলির জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার সমস্ত কর্মকর্তাদের সঙ্গে বিপর্যয় মোকাবিলা করতে বৈঠক করা হয়েছে। শনিবার থেকেই প্রশাসনিক স্তরে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় এই ঘূর্ণিঝড় মোকাবিলায় কাজ শুরু হয়ে গিয়েছে।'
আমফানের সময় সারা রাত নবান্নে জেগেছিলেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহল মহল বলছে, এবারও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে। কিন্তু তার আগেই গোটা প্রস্তুতির নেতৃত্ব দিয়ে মমতা লেখেন, 'সমস্ত কর্মকর্তাকে ঘূর্ণিঝড় ও বন্যার আশ্রয়কেন্দ্রগুলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চল থেকে মানুষকে সরিয়ে আনা হচ্ছে। ত্রাণ ও পুনর্বাসনের কাজ দ্রুত শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।'
advertisement
কন্ট্রোল রুমের নম্বর শেয়ার করে মমতা ট্যুইটে লিখেছেন, 'মৎসজীবীদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। যশের কারণে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। তার নম্বপ- 1070 এবং 033-22143526। ত্রাণশিবিরগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা করা, ত্রাণ এবং পুনর্বাসনের কাজ কী ভাবে করা হবে তা নিয়ে অগ্রিম পরিকল্পনার পরামর্শও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিপর্যয় মোকাবিলায় মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিমও।'
advertisement
advertisement
I have extensively reviewed the Disaster Management preparedness with regards to the impending Yaas cyclone today afternoon with all senior officers of relevant Central & State agencies along with DMs & SPs.(1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 22, 2021
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৬ মে সন্ধ্যায় বা ২৭ মে ভোররাতে এ রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। আমফানের মতোই এ বার আগে থেকে জেলা প্রশাসনগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। গত বছরের ক্ষয়ক্ষতি এবার যতটা কমানো যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছে প্রশাসন। নবান্নের কন্ট্রোল রুম থেকেই রাজ্যের পরিস্থিতির উপর নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী। এ বারও তিনি নবান্ন থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন বলে খবর। হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে ৪০-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিমি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2021 8:59 AM IST